Friday, December 13, 2024

লাখ টাকা নয়, ২ টাকার এই নোট অতি সহজেই বিক্রি হবে ৬০ হাজার টাকায়! এখানে বিক্রি করুন

পুরনো নোট বা কয়েনের আসলে সরকারিভাবে কোন মূল্য হয়না। তবে কিছু মানুষ শখের বসে পুরনো নোট বা কয়েন কিনে থাকেন। আর এসব নোট বা কয়েন কিনতে লাখ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন তাঁরা। তাই এটা বলাই যায় যে, নোট যতো পুরনো হবে তাঁর মূল্য তত বেশি হবে। তাই আজ আমরা আপনাদেরকে এমন একটি পুরনো নোটের বিষয়ে বলবো যা আপনি খুব সহজেই ৭০ হাজার বিক্রি করতে পারবেন।

হ্যা ঠিকই শুনেছেন, আপনার কাছে যদি পুরনো যে কোনো ২ টাকার নোট থেকে থাকে যার রং কিনা লাল এমন নোট আপনি খুব সহজেই বিক্রি করতে পারবেন ৭০ হাজার টাকায়। তবে শুধু লাল নোট নয়, পুরনো যে কোন ২ টাকার নোট যা আপনার মনে হয় বিক্রির যোগ্য আপনি সেগুলো অনলাইনে বিক্রি করতে পারেন। এমন বহু মানুষ আছেন যারা কিনা বিদেশি থেকে দেশি, এরা বিভিন্ন দেশের পুরনো নোট কয়েন সংরক্ষণ করে থাকেন। আর এই নোট-কয়েন বিক্রি হয় মূলত ডলারে (Dollar) মাধ্যমে।

কিভাবে পুরোনো নোট-কয়েক বিক্রি করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
2 rupee notes
ডলারে বিক্রি হচ্ছে ২ টাকার নোট

পুরনো নোট-কয়েন বিক্রি করার সবচেয়ে ভালো একটি জায়গা হচ্ছে ইবে। এটি একটি অনলাইন ওয়েবসাইট (Online) যেখানে কিনা পুরনো নোট-কয়েন কেনা বেচা হয়ে থাকে। ইবের মাধ্যমে পুরোনো নোট কয়েন বিক্রি করার জন্য প্রথমে আপনাকে ইবেতে একজন বিক্রেতা হিসেবে নিবন্ধ করতে হবে। এরপর সেই নোটের ছবি আপলোড (upload) করে মূল নির্ধারণ করে দিতে হবে। এসব করা হয়ে গেলে আপনার কাছে ইনবক্স (Inbox) মেসেজ পাঠাবেন যারা পুরোন নোট এবং কয়েন কিনতে ইচ্ছুক।

আপনার জন্য
WhatsApp Logo