Friday, December 13, 2024

শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই পড়ুয়াদের ১০ হাজার টাকা স্কলারশিপ দেবার ঘোষনা মমতার, আবেদন করুন এভাবে

আগামী ১৯ মে প্রকাশ পেতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট (madhyamik results)। তাই মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগে পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে একটি খুশির খবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এবারে যারা মাধ্যমিক পাশ করবে তাদের জন্য রয়েছে ১০ হাজার টাকার স্কলারশিপ। নবান্ন স্কলারশিপের (Nabanna Scholarship) মাধ্যমে রাজ্যের মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের ১০ হাজার টাকা স্কলারশিপ দেয়ার হবে পড়াশুনার খরচ বাবদ।

এর আগে নবান্ন স্কলারশিপের মাধ্যমে ১০ হাজার টাকা তাদেরই দেওয়া কথা ছিল যারা কিনা মাধ্যমিক ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করবে। কিন্তু পরবর্তীতে সেই নিয়মে বদল করা হয়। এবার ৭৫ শতাংশ নম্বর নয় বরং মাধ্যমিকে কেবলমাত্র ৬০ শতাংশের বেশি নম্বর পেলেই ১০ হাজার টাকা স্কলারশিপ মিলবে। তবে রাজ্যের যে সকল গরিব পড়ুয়ারা এবারে মাধ্যমিক পরিক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে নম্বরের কোন বাঁধা নিষেধ তেমন ভাবে থাকছে না। মাধ্যমিক পাশ করলেই তারা ১০ হাজার টাকা স্কলারশিপ পেয়ে যাবে।

Nabanna Scholarship

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংবাদ সূত্র থেকে জানা গেছে যে, রাজ্যের গরিব পড়ুয়ারা যাতে উচ্চমাধ্যমিকে (higher secondary) পড়াশোনা চালিয়ে যেতে পারে এর জন্য তাদের মাধ্যমিক ৫০ শতাংশ নম্বর পেলেই নবান্ন স্কলারশিপের মাধ্যমে ১০ হাজার টাকা স্কলারশিপ দেয়া হবে তাদের। তবে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থী নয়, রাজ্যের সাধারণ ছেলে-মেয়েরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০% নম্বর নিয়ে পাস করলেই ১০ হাজার টাকা স্কলারশিপ পাবে তাঁরা।

কিভাবে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবেন?

এই স্কলারশিপ পেতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে থাকতে। এরপর খুব সহজেই নবান্ন স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপের ফর্মটি ডাউনলোড (download) করে নিয়ে ফিলাপ করে এবং সেই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জুড়ে দিয়ে তা পোষ্ট অফিসের (Post office) মাধ্যমে পাঠাতে হবে দক্ষিণবঙ্গের পড়ুয়ারাদের নবান্নে এবং উত্তরবঙ্গে যে সমস্ত পড়ুয়ারা আছে তাঁরা উত্তরকন্যা ঠিকানায়।

আপনার জন্য
WhatsApp Logo