Wednesday, October 9, 2024

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ! পরীক্ষা ছাড়াই ১২,৮২৮টি শূন্যপদে নিয়োগ হচ্ছে সরকারি এই সংস্থায়

সকল চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই বিনা লিখিত পরীক্ষা ছাড়াই ১২,৮২৮টি শূন্যপদে নিয়োগ হচ্ছে ইন্ডিয়া পোস্ট (India Post) গ্রামীক ডাক সেবক (GDS) বিভাগে। যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, ২২ মে ইন্ডিয়া পোস্ট (India Post) গ্রামীক ডাক সেবক বিভাগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যা চলবে আগামী ১১জুন, ২০২৩ পর্যন্ত। যারা মাধ্যমিকে ভালো ফলাফল করেছে এমন চাকরিপ্রার্থীদের চাকরিতে নিয়োগ দেয়া হবে কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই। এবং যার সংশোধন উইন্ডো খুলবে ১২ জুন এবং বন্ধ হবে ১৪ জুন ২০২৩ এ।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল চাকরিপ্রার্থী ইন্ডিয়া পোস্ট (India Post) গ্রামীক ডাক সেবক বিভাগের চাকরি করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি মাধ্যমিকের মেধা তালিকা দেখে চাকরিতে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। শুধু তাই নয়, চাকরিপ্রার্থীকে অবশ্যই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত গণিত এবং ইংরেজি নিয়ে মাধ্যমিক পাশ করা থাকতে হবে। থাকতে হবে কম্পিউটারে (computer) বেসিক নলেজ।

জেনে নিন আবেদন করবেন কিভাবে:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Exam

চাকরিপ্রার্থীদের অনলাইনে ইন্ডিয়া পোষ্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট http://indiapostgdsonline.gov.in গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক ভাবে আপলোড করতে হবে। পাশাপাশি আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে চাকরিপ্রার্থীদের, তবে আবেদনকারী যদি বিশেষ করে মহিলা হন, SC/ST, PwD এবং Transwomen হয় এদের থেকে আবেদন মুল্য কম নেওয়া হবে।

আপনার জন্য
WhatsApp Logo