আপনি হয়তো এমন কোনো ব্যবসা (business) সম্পর্কে জানেনই না, যেই ব্যবসা শুরু করতে মাত্র ৮৫০ টাকা খরচ হয়। এবং ৮৫০ টাকা থেকে শুরু হওয়া এই ব্যবসা করে প্রতি মাসে ২০-২৫ হাজার টাকা রোজগার করা যায়।। যদি আপনি ব্যবসায়িক লাইনে এখন নতুন হয়ে থাকেন এবং ছোট কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন- তাহলে আপনাকে অনুরোধ করবো আজকের এই স্মল বিজনেস আইডিয়া টা সম্পূর্ণ পড়ে দেখুন।
ব্যবসার লাইনে একদম নতুন হয়ে থাকলে হুট করে বড়ো কোনো ব্যবসা শুরু করার থেকে ভালো ছোটখাটো কোনো ব্যবসা শুরু করা। যা কম টাকায় শুরু করা যাবে, আর তাতে লস হওয়ার সম্ভাবনাও একদমই কম থাকবে। কম টাকা দিয়ে শুরু করা যায়, লস সম্ভাবনা থাকবে না এবং সেই ব্যবসা করে প্রতি মাসে ভালো টাকা পাওয়া যাবে-এমন একটা ব্যবসা হল আলুর চিপসের (potato chips Business) ব্যবসা।।
আলুর চিপসের ব্যবসা করার জন্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না। এক্ষেত্রে যদি আপনি মাত্র ৮৫০ টাকা খরচ করেন, তাহলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। চিপস বানানোর জন্য আপনাকে ৮৫০ টাকায় একটি চিপস তৈরির মেশিন কিনতে হবে। এই মেশিন অনলাইনে (online) পেয়ে যাবেন। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে কয়েক হাজার টাকা খরচ করে অটোমেটিক মেশিন কিনতে পারেন। চিপস তৈরির মেশিনের সব থেকে বড় সুবিধা হল-এটা চালানোর জন্য আপনাকে কোনো বিদ্যুৎ খরচ করতে হবে না। আর নাতো হাতে চালানোর জন্য খুব বেশি খাটনি করতে হবে।
কত টাকা লাভ করা যাবে?
চিপস তৈরির ব্যবসায় যেই টাকা খরচ হয় তার থেকে সাত থেকে আট গুণ বেশি পরিমাণ লাভ হয়। যদি প্রতিদিন ১০ কেজি আলুর চিপসও বিক্রি করতে পারেন, তাহলেও আপনার দিনে ৮০০-১০০ টাকা রোজগার হবে। আপনি ছোটোখাটো দোকান নিয়ে এই কাজ করতে পারেন। পরবর্তীকালে যখন আপনার ব্যবসা বাড়বে, তখন আপনি পাইকারি হিসাবে চিপসের প্যাকেট বানিয়ে বড়ো বড়ো দোকানে মাল সাপ্লাই (supply) করতে পারেন। তাতে আপনার লাভ আরও বাড়বে।।