AC, কুলার থেকে সবকিছু পাওয়া যাবে মাত্র ১,৯৯৯ টাকায়! রতন Tata-র এই সংস্থা নিয়ে এল গ্রীষ্মের মহা সেল

গ্রীষ্মের মরশুম শুরু হয়ে গিয়েছে। মার্চ মাস থেকেই পড়তে চলেছে প্রবল গরম। আর এই গরম থেকে একটু রেহাই মেলার জন্য অনেকেই হয়তো আগে ভাগেই AC, কুলার সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী কিনছেন বাড়ির জন্য। তবে আপনাদেরকে জানতে চাই যে রতন টাটার (TATA group) একটি সংস্থা এই গ্রীষ্মের মরশুমে বিভিন্ন গরমকালীন ইলেকট্রনিক সামগ্রী গুলোর উপর প্রচুর পরিমাণে ছাড় দিচ্ছে। যাতে আপনি মাত্র ১,৯৯৯ টাকার বিনিময়ে প্রতিমাসে EMI তে পেয়ে যাবেন AC, কুলার, ফ্রিজ এমনকি 5G মোবাইল, Apple MacBook এবং স্মার্ট ওয়াচ সহ সবকিছু। তাহলে আর দেরি কিসের এখুনি কিনে নিন।

এসি ১,৯৯৯ টাকায়: হ্যা ঠিকই শুনেছেন, ১,৯৯৯ টাকার EMI দিয়ে আপনি এবার কিনতে পারবেন একটি AC, তাও আবার 5 Star এসি। জানিয়ে রাখি যে, কোনপ্রকার কোন ডাউন পেমেন্ট ছাড়াই এই এসির মালিক হতে পারবে আপনি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Apple MacBook: ২,৫৩৪ টাকার EMI তে পাওয়া যাচ্ছে Apple MacBook, এমনি অফার নিয়ে এসেছে টাটা গ্রূপ। এতেও আপনাকে কোন ডাউন পেমেন্ট করতে হবে না। প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার মাধ্যমে আপনি ২,৫৩৪ টাকার EMI তে Apple MacBook কিনতে পারবেন।

5G স্মার্টফোন: এবার যে কোন 5G স্মার্টফোন আপনি কিনতে পারবেন ১,৯৯৯ টাকার মাসিক কিস্তিতে। এর জন্য আপনাকে Tata Croma- এর ওয়েবসাইট যেতে হবে। সেখানেই আপনি লিস্ট দেখতে পারবেন। সাথে আপনি 5G স্মার্টফোন নগদ পেয়ে যাবেন ১৩,৯৯৯ টাকায়।

Ac

কুলার: Tata Croma-এর ওয়েবসাইটে কুলার পাওয়া যাচ্ছে মাত্র ৩,৬৯০ টাকায় বিনিময়ে। যদি ডিসকাউন্টের কথা বলা হয় তাহলে একটি কুলার আপনি অন্য জায়গা কোন থেকে কিনতে হলে পাবেন ৯,০০০ থেকে ১০,০০০ টাকায়। কিন্তু TATA আপনাকে দিচ্ছে মাত্র ৩,৬৯০ টাকায় কুলার কেনার সুযোগ।

সবশেষে জানিয়ে রাখি যে, আপনি যদি Tata Croma- এর ওয়েবসাইট থেকে জিনিসপত্র কেনার সময় HDFC ব্যাঙ্ক বা ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন তাহলে ৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশ বেক পেয়ে যাবেন। সাথে পাবেন ১০ শতাংশ ছাড় তৎক্ষণাৎ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment