দেশে শীঘ্রই চালু হতে চলেছে ১০০ টাকার কয়েন, মন কি বাত অনুষ্ঠানে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের জন্য Mann Ki Baat বলে একটি অনুষ্ঠান চালান, ৩০শে এপ্রিল সেই অনুষ্ঠানের ১০০ তম এপিসোড সম্পূর্ণ হবে। আগামী ৩০ এপ্রিল এই দিনটাকে বিশেষ করে তোলার জন্য বা বলা চলে, প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠানের একশতম এপিসোডকে আরো বিশেষ করে তোলার জন্য সেদিন থেকেই কেন্দ্র সরকার নতুন করে ১০০ টাকার কয়েন চালু করতে চলেছে। এই ধরনের ১০০ টাকার কয়েন কেমন দেখতে হবে? কবে থেকে পাওয়া যাবে? সব জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।

কবে থেকে নতুন ধরনের ১০০ টাকার কয়েন পাওয়া যাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩০শে এপ্রিল দিনটি বিশেষ এই কারণেই যে- এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাত অনুষ্ঠানের ১০০তম এপিসোড পূর্ণ হবে। এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যি প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার বাজারে ১০০ টাকার কয়েন চালু করতে চলেছে। এই নিয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই একটা নোটিশও প্রকাশ করেছে। এই নতুন ১০০ টাকার কয়েন চালু করার কিছু দিনের মধ্যেই বাজারে তা পাওয়া যাবে।। এখন আপনি যদি ভেবে থাকেন যে এই নতুন ১০০ টাকার কয়েন প্রথমবারের জন্য চালু করা হচ্ছে,তাহলে আপনি ভুল। কারণ এর আগেও ২০১০,১১,১২,১৪ এবং ১৫ সালেও ১০০ টাকার কয়েন চালু করা হয়েছিল।। তবে এবারে নতুন ১০০ টাকার কয়েন চালু করার একটি বিশেষ কারণ রয়েছে।।

কেমন দেখতে হবে এই নতুন ধরনের ১০০ টাকার কয়েন? 

নতুন ধরনের এই ১০০ টাকার কয়েনের যে গোলাই আকার হবে তার পরিধি হবে 44 কিলোমিটার বানানোর জন্য চার ধরনের ধাতু ব্যবহার করা হবে। এবং এই কয়েনের মোট প্রয়োজন হলে ৩৫ গ্রাম এবার যদি বলা হয় কয়টি কেমন দেখতে হবে তাহলে বলতে হয় যে- এই কয়েনের মাঝখানে থাকবে অশোক স্তম্ভ এবং ডানদিকে থাকবে ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে এবং বামদিকে হিন্দিতে ভারত লেখা থাকবে। যেখানে অশোক স্তম্ভ থাকবে তার নিচেই হিন্দিতে “সত্যমেব জয়তে” কথাটি লেখা থাকবে। এবং নিচে লেখা থাকবে ১০০। অপরদিকে এই কয়েনের পেছনের দিকে মাননকি বাত অনুষ্ঠানের ১০০ তম এপিসোডেরকে নির্দেশ করতে মাইক্রোফোন এবং সাউন্ড বক্সের লোগো দেওয়া থাকবে।এবং সেই সঙ্গে ইংরেজিতে এবং হিন্দিতে মন কি বাত কথাটি লেখা থাকবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment