2016 সালে দেশের প্রধানমন্ত্রী যখন হটাৎ করেই নোট বন্দি বা ডিমনেটাইজেশন ঘোষণা করেন, তখন হটাৎ করেই সাধারণের মানুষের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল। এই ঘোষণার পর সাধারণ মানুষদের কীরকম ভোগান্তির বা হয়রানির শিকার হতে হয়েছিল তা কেউ কখনোই ভুলতে পারবেনা। সেই সময় সবাইকেই নিজের পুরোনো 500 ও 1000 টাকার নোট জমা দিয়ে নতুন 500 ও 2000 টাকার নোট নিতে হয়েছিল। যাইহোক এই পযর্ন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু এখন একটা নতুন বিষয় সামনে এসেছে। বিষয়টা হলো- যেই নোট বাতিল করা হয়েছিল,সেই পুরোনো 500 ও 1000 টাকা পুনরায় চালু করা। পুরোনো 500 ও 1000 টাকা পুনরায় চালু করার পেছনে একাধিক যুক্তি দেখানো হয়েছে। যার ফলে এই বিষয়টি নতুন একটা দিক নিয়েছে। তাহলে সত্যি কী সেই টাকার নোট আবার চালু হবে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।।
পুরোনো 500 ও 1000 টাকার নোট পুনরায় চালু করার দাবীর পেছনে যে যুক্তি দেখানো হয়েছে তা হলো- সেই সময়ে এমন বহু সাধারণ মানুষ ছিলেন, যারা সময়মতো নিজেদের জমানো 500 ও 1000 টাকার নোট জমা দিয়ে নতুন টাকা তুলতে পারেননি। ফলে তাদের চরম ক্ষতি হয়েছিল। অনেকেই ভবিষ্যতের কথা ভেবে কিছু গোপন জায়গায় টাকা জমিয়ে রেখেছিলেন। কিন্তু সেই সময়ে ব্যাঙ্কের ভিড় এবং মানসিক চাপে অনেকেই সেই জমানো টাকার কথা ভুলেই গেছেন। যার ফলে তাদের সমস্ত জমানো টাকা নষ্ট হয়ে গেছে। ফলে সাধারণ মানুষের-ই চরম ক্ষতি হয়েছে। তাই সেই ক্ষতির হাত থেকে সেই সমস্ত মানুষদের উদ্ধার করার জন্য পুনরায় পুরোনো 500 ও 1000 টাকার নোট পুনরায় চালু করার দাবি করা হয়েছে। এই দাবী নিয়েই সুপ্রিম কোর্টে আপিল করা হয়।
এই দাবী নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হলে বিচারপতি জানান যে, তখন যেহুতু এটাকে সরকারের এক্তিয়ারভুক্ত বলে মেনে নেওয়া হয়েছিল, তাই নোট বন্দির ছয় বছর পর এই দাবী তোলার কোনো মানে হয়না। তাই এই দাবীটি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে বাতিল হয়েছে। কিন্তু আবেদনকারীরা এই বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চে যেতে পারেন বলে বিচারপতি জানিয়েছেন।। পুরোনো 500 ও 1000 টাকার নোট পুনরায় চালু করার দাবির প্রতি বিচারপতির এমন মন্তব্য এবং বিষয়টি সাংবিধানিক বেঞ্চে বাতিল হওয়ায় স্বাভাবিক ভাবেই বিষয়টি হতাশাজনক হয়ে ওঠে। কারণ যদি সত্যিই পুরোনো টাকার নোট চালু করা হতো, তাহলে স্বাভাবিক ভাবেই আম জনতা অনেক বড়ো একটা আর্থিক ক্ষতির হাত থেকে বেচে যেতেন।।