Wednesday, January 15, 2025

ব্যবসায় সফল হতে চান? এই ৪ নিয়ম আজই লিখে রাখুন খাতায়! জীবনেও লস খাবেন না ব্যাবসায়

বর্তমান বাজারে চাকরির অবস্থা দেখে অনেকেরই মধ্যেই ব্যাবসা (Business) করার ইচ্ছে জাগে। কিন্তু ব্যাবসা করার ইচ্ছে জাগলেই তো আর হলো না ব্যাবসায় কিন্তু প্রচুর লোকসান আছে। আপনার একটি মাত্র ভুল পদক্ষেপ গরীব থেকে আরো গরিব বানিয়ে দিতে পারে আপনাকে। এমন অনেকেই আছেন যারা কিনা ব্যাবসায় লোকসানের শিকার হয়েছেন অতীতে। তাই আপনি যদি ব্যাবসা করার কথা ভেবে থাকেন তাহলে এই প্রতিবেদনে আমরা আপনাদের বলবো একটি ব্যাবসা কিভাবে শুরু করতে হয়, ব্যবসা করার ৪ নিয়মের ব্যপারে বলবো আপনাদের, যাতে করে আপনি ব্যবসায় লস কিংবা অসফল হবেন না।

ব্যবসা নামার পূর্বে এই ৪ নিয়ম জানা জরুরি:

১) টাকা বিনিয়োগ: ব্যাবসা শুরু করার পূর্বে ঠিক করুন যে আপনি কতো টাকা ব্যাবসায় লাগাতে চান। অনেকেই আছেন যারা ব্যবসা শুরুর প্রথম দিকে অনেক টাকা লাগিয়ে বসেন। ফলে ব্যাবসায় ক্ষতি হলে আফশোস করতে হয় তখন। তাই ব্যাবসা করতে ততটুকু প্রয়োজন ততটুকুই টাকা লাগান।

২) চাহিদা: আপনি যেই মাল বিক্রি করতে চান বাজারে তার চাহিদা কতটুকু ব্যবসা শুরুর পূর্বে তা জেনে নিন। এরজন্য মার্কেট ভালোভাবে বুঝতে হবে আপনাকে। এছাড়াও আপনি কোথায় আপনার ব্যবসা শুরু করতে চান সেটাও মাথায় রাখুন। অবস্থানও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নিয়মে ব্যবসা করলে ব্যবসায় লস হবার সম্ভাবনা নেই বলেই চলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Business tips

৩) বিশ্বস্ত মানুষ: ব্যাবসা করতে গেলে বিশ্বস্ত মানুষের প্রয়োজন হয়। আপনার কারিগর থেকে শুরু করে কাস্টমার সবাই এক্ষেত্রে বিশ্বস্ত হওয়ার প্রয়োজন আছে। পাশাপাশি বিশ্বস্ত হতে হবে আপনাকেও।

৪) টাকা বাঁচানো: এমন অনেকেই আছেন যাদের ব্যাবসা ভালো চললে এদিক সেদিক বেফালতু টাকা খরচ করেন। নিজেকে তখন নিজের মালিক বলে মনে হয়। কিন্তু এটা করা উচিত নয়, ব্যাবসায় যা লাভ হবে তার ৫০ শতাংশ সেভিংস (Savings) করে রাখুন। এই টাকাই একদিন ব্যবসার মন্দার হাত থেকে বাঁচাবে আপনাকে।

আপনার জন্য
WhatsApp Logo