গত কয়েকদিন ধরেই ব্যাংক থেকে মেসেজ আসছে গ্ৰাহকদের মোবাইলে। যেখানে বলা হয়েছে, আধার কার্ড অথবা প্যান আপডেট না করলে খুব শীঘ্রই ব্লক হয়ে যাবে আপনার ব্যাংক একাউন্ট (Bank account)। এবং সেই সাথে নিচে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। ব্যাংক থেকে এমন মেসেজ পেয়ে নিঃসন্দেহে ঘাবড়ে গিয়েছেন অনেকে। এবং কেউ কেউ তো ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত আধার ও প্যান কার্ড আপডেট করার জন্য মেসেজে থাকা সেই লিঙ্কে ক্লিক করে আধার-প্যান কার্ড আপডেট করার চেষ্টা করেছেন।
আপনাদের জানিয়ে দেই যে, এই মেসেজটি সম্পুর্ন ভুয়ো। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় (social media) সহ বিভিন্ন মানুষের কাছে মেসেজ মারফত এসছে ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত আধার অথবা প্যান কার্ড আপডেট করার জন্য, এই বার্তাটি। এবং মেসেজে যুক্ত লিঙ্কে ক্লিক করে আধার-প্যান আপডেট করতে গিয়ে ব্যাংক একাউন্ট খালি করে ফেলেছেন অনেকেই। আপনাদের জানিয়ে দেই যে, গত ৭২ ঘণ্টায় ভাইরাল (viral) মেসেজে ক্লিক করে একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহক এভাবে টাকা খুইয়েছেন। লিঙ্কে ক্লিক করার পরেই অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে যাচ্ছে তাদের সঞ্চয়ের সমস্ত টাকা।
কিভাবে বাঁচবেন?
ব্যাংক সংক্রান্ত কোন মেসেজ অথবা লিঙ্কে ক্লিক করতে বলছে এমন মেসেজ এড়িয়ে চলুন। প্রয়োজনের এমন মেসেজ দেখতে পেলে তা ঠিক না ভুল ধরতে না পারলে এমন পরিস্থিতিতে ব্যাংকে যোগাযোগ করা যেতে পারে।