প্যান-আধারের পর এবার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আধার! শেষ তারিখ কবে জেনে নিন

কিছুদিন আগেই সরকার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে। আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত। এবারে যে কেউই খুব সহজে ১,০০০ টাকা ফাইন দিয়ে আধার-প্যান লিঙ্ক করাতে পারবেন। তবে আধার-প্যান লিঙ্কের মাঝেই আবার উঠে আসছে নতুন এক খবর। করাতে হবে আধার কার্ডের সঙ্গে এবার রেশন কার্ড লিঙ্ক। এবং তার সময়সীমাও জানিয়ে দেওয়া হয়েছে। যদি না করান তাহলে পড়তে হতে পারে সমস্যার মধ্যে।

দেশের প্রত্যেক মানুষের কাছেই রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এর মাধ্যমেই বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন অনেকে। জানা গেছে যে, এবার আধার-প্যান লিঙ্কের মতোই আধার-রেশন কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক বলে জানিয়েছেন কেন্দ্র। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে, অনেকেই আছেন যারা কিনা রেশনে ন্যায্য খাদ্য সামগ্রী পান না। কেউ বেশি পান আবার কেউ কম। আধার রেশন কার্ডের লিঙ্কের মাধ্যমে এই ব্যাপারটি আরো ভালোভাবে বোঝা সম্ভব হবে। কারা রেশন মাল নিচ্ছেন আর কারা রেশনে মাল বেশী-কম পাচ্ছেন এই সব কিছু বোঝা যাবে। অপরদিকে আধার কার্ড হলো একটি গুরুত্বপূর্ণ নথি। যাতে থাকে একজন ব্যক্তির সম্পুর্ন তথ্য। একারণে রেশন কার্ড হোক কিংবা অন্য কোন নথি সবকিছু সাথেই আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্র।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩১ মার্চ, ২০২৩ হতে ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা জানানো হয়েছে কেন্দ্র তরফ থেকে। তবে এই তারিখের মধ্যে যদি আধার-রেশন কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে কেই বলতে পারে যে, প্যান-আধারের মতো ১,০০০ টাকা ফাইন দিতে হতে পারে! তাই সময় থাকতে জেনে নিন কিভাবে আধার-রেশন কার্ড লিঙ্ক করবেন।

Ration Card

এভাবে করুন আধার কার্ড-রেশন কার্ড লিঙ্ক:

১) আধার কার্ড-রেশন কার্ড লিঙ্ক করানোর জন্য প্রথমে আপনাকে রাজ্যের PDS পোর্টালে যেতে হবে।

২) এরপর আধার নম্বর এবং রেশন কার্ড নম্বর লিখতে হবে আপনাকে। চালিয়ে যাবার জন্য ‘বাটনে’ ক্লিক করতে হবে আপনাকে।

৩) এরপর আপনার ফোন নম্বরে একটি OTP আসবে। এরপর সেই OTP বসিয়ে লিঙ্ক রেশন-আধার অপশনে ক্লিক করতে হবে।

জানিয়ে রাখি যে, এছাড়াও আপনি রেশন অফিস কিংবা রেশন দোকানে গিয়েও আপনার-আধার রেশন কার্ড লিঙ্ক করাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment