একজন ভারতীয় হিসেবে গর্বে ভরে উঠবে বুক, দেশের মানুষের জন্য রইলো একসঙ্গে ৩টি সুখবর

দেশের স্বার্থে এমন বহু জনকল্যাণমূলক কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যার জেরে তাকে এখন পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে মনে করেন অনেকে। তাই নতুন আর্থিক বছরে আমরা প্রধানমন্ত্রীর এমন ৫ টি কাজের বিশেষে আপনাদের বলতে চলেছি, যা শুনলে একজন ভারতীয় হিসেবে আপনার বুক গর্বে ভরে উঠতে বাধ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ কাজের খবর গুলো সম্প্রতি প্রকাশ পেয়েছে মিডিয়াতে। খবর প্রকাশিত হবার পর তাকে নিয়ে জয়জয়কার হচ্ছে চারিদিকে।

প্রধানমন্ত্রী মোদির ৫টি বিরাট কাজ:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) একদিকে যখন গোটা বিশ্ব আর্থিক মন্দার দিকে এগোচ্ছে, সেখানে ভারতের GDP ক্রমাগত উপরের দিকে উঠছে।বর্তমানে দেশে পাইকারি মূল্যস্ফীতির হার ১ দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে, যা অন্তত খুশির একটি খবর। গত মাসে এই সংখ্যা ছিল 3.85 শতাংশ।

২) আইএমএফের পরিসংখ্যানে মতে, ভারতের প্রবৃদ্ধির হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু নতুন আর্থিক বছরের পরে বৈশ্বিক সংস্থাগুলির জানায় যে, ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ।

৩) কর আদায়েও রেকর্ড গড়ছে ভারত, 2021-22 সালে কর আদায় হয়েছে 16.61 কোটি। যা গত অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment