আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রায়শই পুরনো নোট-কয়েন বিক্রির খবর দেখা বা শোনা যায়। অনেকে ভাবেন এগুলো হয়তো ফেক (Fake)। অনেকে আবার পুরনো নোট বিক্রি করতে গিয়ে প্রতারনার শিকার হয়ে ভাবেন আদৌতে পুরোনো নোট-কয়েন কখনো কেনা-বেচা হয়না এগুলো কেবল লোক ঠকানোর কয়দা। কিন্তু আমরা আপনাকে বলতে চাই যে, পুরোনো নোট-কয়েন অবশ্যই বিক্রি করা যায়, আপনি যদি একটি সঠিক জায়গায় আপনার কাছে থাকা পুরনো নোট আপনি বিক্রি করেন তাহলে কখনো আপনি প্রতারনার শিকার হবেন না। বদলে পাবেন মোটা টাকা।
এমন বহু মানুষ আছেন যাদের কিনা পুরোন জিনিস সংগ্রহ করার প্রচুর নেশা দেখা যায় এদের মধ্যে। এমন মানুষেরা ঐতিহাসিক জিনিস থেকে শুরু করে পুরনো নোট বা কয়েন কিনে থাকেন। তাই আজ আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি আপনার কাছে যদি একটি বিশেষ ১০ টাকার নোট থেকে থাকে তাহলে সেই নোটটি আপনি এসব মানুষের কাছে বিক্রি করে নগদ ২৫ হাজার টাকা পেতে পারেন। তবে আপনার কাছে থাকা পুরনো সেই ১০ টাকার নোটটি হতে হবে একটু স্পেশাল (Special)।
পুরনো সেই ১০ টাকার নোটের এক পিঠে অবশ্যই থাকতে হবে অশোকস্তম্ভ এবং অন্য পিঠে নৌকার ছবি থাকতে হবে, এবং সেই সাথে থাকতে হবে নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের (RBI) স্বাক্ষর পাশাপাশি ‘১০ রুপিজ’ এই কথাটা ইংরাজি হরফে লেখা থাকতে হবে নোটের পিছনের পিঠের দুই প্রান্তে। তাহলেই আপনি নোটটি বিক্রি করে ২৫ হাজার টাকা পাবেন। তাহলে ধরা যাক আপনার কাছে এই ১০ টাকার নোটটি আছে তাহলে জেনে নিন নোটটি বিক্রি করবেন কোথায়।
নোট বিক্রি করুন এই জায়গায়:
নোট বিক্রির জন্য আপনাকে coinbazar.com এই ওয়েবসাইটে যেতে হবে। এটি একটি বিখ্যাত পুরনো নোট কয়েক কেনাবেচা করার প্রতিষ্ঠান। এই ওয়েবসাইটে আপনি আপনার পুরোনো নোট বা কয়েন বিক্রি করার জন্য এখানে প্রথমে রেজিস্ট্রার করতে হবে আপনাকে। এরপর সেই নোটের ছবি আপলোড করে নিচে price সেট করে দিতে হবে। এরপর যারা ক্রেতা আছেন তারা আপনার সাথে যোগাযোগ করে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।