Tuesday, December 10, 2024

সরকারের বড় চমক, এবার কিপ্যাড ফোনের মাধ্যমেও হবে UPI লেনদেন! পদ্ধতি দেখে চমকে উঠবেন

UPI হলো ভারতের এক যুগান্তকারী আবিষ্কার। যার ব্যবহারকারী শুধু দেশে নয়, বাড়ছে বিদেশেও। কিন্তু এখনো অনেক মানুষ আছেন যারা কিনা UPI এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন করতে পারেন না। বিশেষ করে যাদের কছে কোন স্মার্ট ফোন নেই, তারা তো UPI এর মাধ্যমে টাকা কিভাবে লেনদেন করতে হয় সেই বিষয়ে অবগত নন। যদিও এখনও দেশের ৩৫ শতাংশ মানুষের কাছে কোন স্মার্ট ফোন নেই। তাই এই সমস্ত মানুষের কথা মাথায় রেখে একটি দারুন উদ্যোগ নিয়ে এলো সরকার।

 

এবার শুধু স্মার্ট ফোন নয় এবার কিপ্যাড ফোন দিয়েও করা যাবে UPI এর মাধ্যমে টাকা লেনদেন। যদি কিপ্যাড ফোন দিয়ে UPI এর মাধ্যমে টাকা লেনদেন করার বিষয়টি অনেক আগেই খবরে সামনে এসেছিল। তাই আজ আমরা আপনাকে সেই বিষয়টিই জানাতে চলেছি, কিভাবে একটি কিপ্যাড ফোন দিয়ে আপনিও UPI এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

এভাবে টাকা লেনদেন করুন UPI এর মাধ্যমে: 

১) প্রথমে আপনার কিপ্যাড মোবাইল থেকে 08045163666 এই নম্বরটি ডায়েল করতে হবে।

২) এরপর আপনি কোন ভাষায় লেনদেন করতে চান সেই ভাষা বেছে নিতে হবে আপনাকে। এরপর টাকা লেনদেনের জন্য ১ প্রেস করতে হবে আপনাকে।

৩) এরপর আপনার যেই ব্যাংকে একাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম জানতে হবে।

৪) নাম জানানোর পর পূর্বে দেয়া আপনার সব তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করতে ১ টিপতে হবে।

৫) এরপর আবার আপনাকে ১ টিপতে হবে। এবং যেই নম্বরে আপনি টাকা পাঠাতে চান সেটি ইনপুট করতে হবে।

৬) এরপর আপনি যতো অংকের টাকা লেনদেন করতে চান সেই সংখ্যা লিখতে হবে আপনাকে। সবশেষে লিখতে হবে আপনার UPI পিন নম্বর, এবং আপনার টাকা লেনদেন সম্পন্ন হয়ে যাবে।

আপনার জন্য
WhatsApp Logo