স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের গ্রাহকদের সুবিধার্থে মাঝে মধ্যেই নানান সুবিধা যুক্ত পরিষেবা লঞ্চ করে থাকে। যেমন কিছুদিন আগে whatsapp এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা লঞ্চ করেছিল SBI, ঠিক এবারও SBI তাদের গ্রাহকদের সুবিধার্থে একটি বিশেষ সুবিধা নিয়ে হাজির হয়েছে। যানা যাচ্ছে, যারা ব্যাবসা করতে চাইছেন তাদের জন্য একটি দুর্দান্ত স্কিম লঞ্চ করেছে SBI, যে স্কিমের মাধ্যমে আপনি ঘরে বসে প্রতিমাসে ইনকাম করতে পারবেন 60,000 টাকা। চলুন যেনে নেওয়া যাক SBI- এর এই স্কিমের বিষয়ে বিস্তারিত
এই স্কিমটি হচ্ছে, এটিএম ফ্র্যাঞ্চাইজি বিজনেস। আসল SBI তাদের গ্রাহক পরিষেবা আরো উন্নত করতে সারা দেশে ব্যাপি হাজার হাজার এটিএম স্থাপন করতে চাইছে। এর জন্য তাদের লোক দরকার। অর্থাৎ আপনি SBI থেকে এটিএম ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজ এলাকায় একটি এটিএম বুথ খুলতে পারেন। আর মাসে ইনকাম করতে পারেন ৬০,০০০ টাকা। চলুন যেনে নেয়া যাক SBI থেকে এটিএম ফ্র্যাঞ্চাইজি নিতে হলে কি কি process রয়েছে।
SBI- এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নিতে হলে কিছু শর্ত রয়েছে যেমন, আপনার কাছে অবশ্যই ৫০-৮০ বর্গফুট জমি থাকতে হবে। এবং আপনি যেই জায়গায় এটিএম বুথ বাসাতে চাইছেন সেই জায়গাটি অন্য এটিএম বুথ থেকে অন্ততপক্ষে ১০০ মিটার দূরে থাকতে হবে। এবং সেই সাথে সেই জায়গায় যাতায়াত পরিষেবা যথেষ্ট ভালো হতে হবে। এবং ঐ জায়গায় ১ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ ও দিনে ২৪ ঘন্টাই বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে। তাহলেই আপনি আপনার এলাকায় SBI এর এটিএম বুথ বসানোর জন্য উপযুক্ত।
এবার যেনে নিন SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজির জন্য কিভাবে আবেদন করবেন:
SBI- এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নিতে হলে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং আপনার কাছে থাকতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, বিদ্যুৎ সংযোগের রসিদ, জমির প্রমাণ পত্র, আবাসিক শংসাপত্র, জন্ম শংসাপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি।