এই ৬ ব্যাংকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল RBI, আপনার এসব ব্যাংকে একাউন্ট থাকলে সাবধান

সম্প্রতি ভারতের 6টি ব্যাঙ্ক এমন কাজকর্ম করেছে যার জন্য Reserve Bank Of India- তাদের কাজকর্মের জন্য মোটা টাকা জরিমানা করেছে। গতকাল অর্থাৎ 27শে মার্চ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ঘোষণা করে। 6টি ব্যাঙ্কের ওপর মোটা টাকার জরিমানা ধার্য করার পেছনেও রয়েছে বড়ো একটা কারণ। কী সেই কারণ? জানতে হলে পড়তে থাকুক।

আসলে যেই 6টি ব্যাঙ্কের ওপর জরিমানা ধার্য করা হয়েছে, সেই প্রত্যেকটা ব্যাঙ্ক-ই Reserve Bank Of India-র 1950 সালের ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ঠিকভাবে পালন করেনি। তাই নিয়ম ভঙ্গ করার জন্যই RBI ভারতের 6টি ব্যাঙ্কের ওপর মোটা অংকের টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এই জরিমানার পরিমান লক্ষ টাকার ওপরে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RBI

যেমন- Delhi Citizen Co- Operative Bank থেকে 3,00,000 টাকা এবং আলীগড় জেলার সমবায় ব্যাঙ্ক থেকে 2,00,000 টাকা জরিমানা নেওয়া হয়েছে। তবে এসব ব্যাংকের একাউন্টধারীদের কোন ভয়ের কারণ নেই। তাদের কিছু হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment