Saturday, February 8, 2025

গ্রাহকের পাওনা টাকা না দেওয়ার অভিযোগ! HDFC ব্যাংকে কড়া শাস্তি দিল RBI, আপনারও একাউন্ট থাকলে সাবধান

গুরুতর অভিযোগ উঠেছে HDFC ব্যাংকের বিরুদ্ধে। যারা জেরে Reserve Bank of India তথা RBI ৫ লক্ষ টাকা জরিমানা করেছে HDFC ব্যাংকে। কি সেই গুরুতর অভিযোগ HDFC ব্যাংকের বিরুদ্ধে? যারা জেরে এই জরিমানা করে RBI? জানুন বিস্তারিত।

 

জানা গেছে, NHB তথা National Housing Bank এর নিয়ম অমান্য করায় এই জরিমানা দিতে হবে HDFC কে। HDFC নাকি ২০১৯-২০ অর্থবর্ষে কিছু গ্রাহকের ম্যাচিওরিটি সম্পূর্ন হলেও তাদের অ্যাকাউন্টে টাকা দিতে পারেনি। তাই এই অভিযোগে HDFC ব্যাংকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক। HDFC ব্যাংকে ৫ লক্ষ টাকা জরিমানা করার বিষয়ে রিজার্ভ ব্যাংক একটি বিজ্ঞপ্তিতে জানায় যে, এই অভিযোগ স্যতি গুরুতর, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সাথে RBI- এর নিয়ম অমান্য করায় এই জরিমানা করা হয়েছে ব্যাংকটিকে।

HDFC Bank

জানিয়ে রাখি, শুধু HDFC নয়, এমন বহু হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন সংস্থাকে মোট ১১.২৫ লক্ষ টাকার জরিমানা করেছে RBI। করণ ছিল RBI এর রুল না মেনে চলার জন্য।

আপনার জন্য
WhatsApp Logo