Wednesday, October 9, 2024

RBI তে চাকরি করতে চান? প্রতি ঘন্টায় বেতন ১০ হাজার টাকা! এ সুযোগ বারবার আসবে না

কেন্দ্রীয় ব্যাক তথা Reserve Bank of India (RBI) নিয়ে এলো এক সুবর্ণ চাকরির সুযোগ। যেখানে চাকরি করলে আপনি প্রতি ঘন্টায় বেতন পাবেন ১০ হাজার টাকা। তাই আপনি যদি বর্তমানে একজন বেকার যুবক কিংবা যুবতী হয়ে থাকেন যার এই মুহূর্তে একটি চাকরির খুব প্রয়োজন তাহলে এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে বলবো কিভাবে Reserve Bank of India-র এই চাকরিটি আপনি পেতে পারেন। সঙ্গে থাকুন।

 

জানা গেছে, RBI মোট তিনটি শূন্যপদে লোক নিচ্ছে। যথাক্রমে, ব্যাঙ্কের মেডিকেল কনসালটেন্ট (BMC)- 1, অকুপেশনাল থেরাপিস্ট (OT)/ এবং ফিজিওথেরাপিস্ট (PT)- 2। এবং এই পদ গুলোর জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। যেমন, ব্যাঙ্কের মেডিকেল কনসালটেন্ট (BMC)- 1 পদ, এই পদে চাকরি পেতে গেলে প্রার্থীকে medical council of India স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে তার MBBS ডিগ্রী থাকতে হবে। এবং আবেদনকারীর কোন হসপিটাল কিংবা ক্লিনিকে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

RBI

অকুপেশনাল থেরাপিস্ট (OT) এবং ফিজিওথেরাপিস্ট (PT)- 2 পদ, এই পদের জন্য চাকরি প্রার্থীর থেরাপিতে স্নাতকোওর থাকতে হবে এবং যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে তার ফিজিওথেরাপি জ্ঞান থাকতে হবে এবং সেই সাথে ফিজিওথেরাপি হিসাবে যে কোন হসপিটালে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই চাকরি ৩টি হবে ৩ বছরের জন্য। অর্থাৎ চুক্তিভিত্তিক চাকরি এটি। এরপর কাজের উপর নির্ভর করে স্থায়িত্ব বাড়ানো হবে। এবং এই চাকরিতে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে, যার আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৩১ মার্চ পর্যন্ত। এবং আবেদনকারীকে অফলাইনে এই চাকরির জন্য আবেদন করতে হবে। এবং একটি ফর্ম download করে সেটা একটি ঠিকানায় পাঠাতে হবে। তাহলেই হবে।

 

এখানে Click করে সেই ফর্মটি ডাউনলোড করুন। এবং এর মধ্যেই দেয়া আছে আবেদনের চিঠি কোথায় পাঠাবেন, এবং বেতন সংক্রান্ত সমস্ত বিবরণ।

আপনার জন্য
WhatsApp Logo