Friday, December 8, 2023

নিজ হাতে টাকা বানাতে চান? কলকাতা টাঁকশালে রয়েছে কাজের সুযোগ! এভাবে পাবেন চাকরী

টাকা ছাড়া দুনিয়া অচল, তার চেয়েও অচল হলো এই সমাজে একটি সরকারি চাকরি ছাড়া বেঁচে থাকা। হাজার হোক একটি সরকারি চাকরির ভ্যালু অনেক। আত্মীয়-স্বজন থেকে শুরু করে মেয়ের বাবার কাছে আলাদাই সম্মান পাওয়া যায় একটি সরকারি চাকরি থাকলে। অন্যদিকে আবার যদি তাঁরা শোনেন যে আপনি টাকা তৈরির ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে তো আর কোন কথাই নেই। ব্যাপারই আলাদা।

তাই আজ আমরা আপনাদেরকে টাঁকশালে অর্থাৎ যেখানে টাকা তৈরি করা হয় সেই জায়গায় চাকরির সুযোগ নিয়ে জানাচ্ছি আপনাদেরকে। আপনি যদি টাঁকশালে কাজ করতে চান তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে আপনাকে।

জানা গেছে, কলকাতার টাঁকশালে কর্মী নিয়োগ করা হবে। যার বেতন হবে মাসে ৫০ হাজার টাকা। সম্প্রতি সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মাইনিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসপিএমসিআইএল)-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এই চাকরি হবে সম্পুর্ন চুক্তিভিত্তিক। অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাঁকশালে নিয়োগ করা হবে এরপর যদি আপনার কাজ ভালো লাগে তাহলে আপনার কাজের মেয়াদ আরোও বাড়ানোর হবে। তবে টাঁকশালে এই চাকরি কোনরকম কোন পরিক্ষার মাধ্যমে হবে না, সরাসরি ইন্টারভিউ (interview) মাধ্যমে নিয়োগ করা হবে। এসপিএমসিআইএল- এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে, যে সমস্ত চাকরি প্রার্থী আগে প্রতিরক্ষা বিভাগে/ আধা সামরিক বাহিনী কিংবা রাজ্য পুলিশে কাজ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন টাঁকশালের এই পদে। এবং আবেদনকারীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। যার বেতন হবে মার্সি ৫০ হাজার টাকা। এবং প্রথমে ১ বছরের জন্য চাকরিতে নিয়োগ করা হবে তাকে। এরপর চাকরির মেয়াদ বাড়ানোর হবে।

Indian rupee

কিভাবে আবেদন করবেন এই কাজের জন্য?

এর জন্য প্রথমে আপনাকে SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে Home থেকে Career অপশনে গিয়ে চাকরির বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি Download করে নিতে হবে। এরপর সেই আবেদনপত্র পূরণ করে চিফ জেনারেল ম্যানেজারকে উদ্দেশ করে, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট আলিপুর, কলকাতা ৭০০০৫৩ ঠিকানায় পাঠাতে হবে। জানিয়ে দেই যে, ২১ তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং হাতে মাত্র ১৫ দিন সময় রয়েছে আবেদনপত্রটি জমা দেওয়ার।

আপনার জন্য
WhatsApp Logo