Wednesday, September 18, 2024

India post GDS Result: কিভাবে ডাউনলোড করবে? রইলো একদম সহজ পদ্ধতি

India Posts Office GDS Result 2023 : শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় ভারতীয় ডাক বিভাগে 40 হাজারের বেশি শূন্যপদে BPM (Branch Post Master) এবং ABMP ( Assistant Branch Post Master) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এখন এই নিয়োগের আবেদন জানুয়ারি মাসে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। এই নিয়োগের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের মার্চ মাসেই রেজাল্ট জানানো হবে এমনটাই বলা হয়েছে। তো আপনি কিভাবে India Posts Office GDS Result Check করতে পারেন? জানতে হলে পড়তে থাকুন।

 

কিভাবে WB GDS Result চেক করবে? 

GDS Result Check করার জন্য সবার প্রথমে আপনাকে নিচের লিঙ্ক ভিজিট করতে হবে। ভারতীয় ডাক বিভাগ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনকারী প্রার্থীদের নাম পিডিএফ আকারে শেয়ার করবে। সেখানে আপনাকে নিজের নাম খুজে দেখতে হবে। সেই পিডিএফে যদি আপনার নাম থাকে তাহলে ভাবছেন আপনাকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু যদি নাম না থাকে, তাহলে আপনাকে পরের লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। এভাবে আপনাকে লিস্ট চেক করে যেতে হবে যতক্ষণ পযর্ন্ত না ফাইনাল লিস্ট প্রকাশিত হয়।।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

GDS Result দেখার জন্য এখানে ক্লিক করো:

আপনার জন্য
WhatsApp Logo