Friday, December 1, 2023

আধার-প্যান লিঙ্কের পর আপনার প্যান কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে যায়নি তো? চেক করবেন কিভাবে জানুন

হাতে সময় বেশি দিন আর নেই! ৩১ মার্চ ২০২৩ হচ্ছে আধার-প্যান লিঙ্ক করানোর শেষ তারিখ। এই তারিখের মধ্যে যদি আপনি আপনার আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে ১ এপ্রিল থেকে আপনার প্যান কার্ডটি বাতিল এবং আপনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। আর তাই জরিমানা এবং প্যান কার্ড বাতিলের খবর শুনে অনেকেই হয়তো আধার-প্যান লিঙ্ক করিয়ে নিয়েছেন সময় থাকতে থাকতে। কিন্তু যারা আঁধার-প্যান লিঙ্ক করেছেন এবার তাদের সামনে নতুন এক সমস্যা এসে হাজির হলো।

 

শোন যাচ্ছে, যারা যারা আধারের সঙ্গে প্যান লিঙ্ক করিয়েছেন তাদের অনেকেরই ইনঅ্যাক্টিভ (inactive) হয়ে গিয়েছে প্যান কার্ড। এসব ইনঅ্যাক্টিভ প্যান কার্ড গুলো নিজে থেকেই অ্যাক্টিভ (Active) করতে হবে আপনাকে। তাই জেনে নিন আপনার প্যান কার্ডটিও ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে কিনা। যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কিভাবে সেটাকে অ্যাক্টিভ করবেন প্রসেস দেখে নিন।

Pan card

এভাবে চেক করুন প্যান কার্ডের স্থিতি:

১) এর জন্য সবার প্রথমে আপনাকে ই-ফাইলিং পোর্টালে যেতে হবে। এরপর ই-ফাইলিং হোম পেজে গিয়ে Know your Pan- এ ক্লিক করতে হবে আপনাকে।

২) আপনার প্যান কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী আপনার বিবরণ সেখানে সাবমিট করুন। Submit করা হয়ে গেলে এরপর আপনার রেজিস্টার ফোন নম্বরে একটি OTP আসবে।

৩) এরপর দেখতে পারবেন আপনার প্যান কার্ডটি সক্রিয় আছে কিনা। যদি দেখেন আপনার প্যান কার্ডটি ব্লক বা নিষ্ক্রিয়, এক্ষেত্রে আপনাকে আপনার প্যান কার্ডটি সক্রিয় করতে হবে। প্যান কার্ড সক্রিয় করার জন্য আপনাকে সংশ্লিষ্ট অ্যাসেসিং অফিসার বা এও-র সঙ্গে যোগাযোগ করতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo