Tuesday, October 15, 2024

সোনার গয়না কেনার নিয়মে এলো বড়সড় পরিবর্তন, এই নিয়ম না মেনে সোনা কিনলে পড়তে হবে চরম বিপদে!

এই মার্চ মাসে সরকার অনেক কিছুর নিয়মকানুনে বেশ কিছু পরিবর্তন করেছে। আর সরকারের এই সমস্ত পরিবর্তনের ফল সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়েছে। সরকারের সেই সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন গুলির মধ্যে একটি হচ্ছে সোনার গয়না কেনাবেচার ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন। যদি আপনি সোনার গয়না কেনাবেচা করে থাকেন বা ভবিষ্যতে মেয়ের বিয়ের জন্য গয়না কিনবেন ভাবছেন, তাহলে আজকের এই খবরটি আপনাকে অবশ্যই পড়তে হবে। সোনার গয়না কেনার ক্ষেত্রে সরকারের এই নতুন নিয়ম সম্পর্কে,যদি আপনি না জেনে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনাকে বিড়াট বড়ো সমস্যায় পড়তে হতে পারে।।

 

সরকার এই মার্চ মাসেই ঘোষণা করেছে যে, এখন থেকে শুধুমাত্র সেই সব সোনার গয়নাই কেনা বা বেচা যাবে, যে সমস্ত সোনার গয়না বা সোনার তৈরি জিনিসের উপর নির্দিষ্ট গোল্ড মার্ক দেওয়া থাকবে। যে সমস্ত সোনার গয়না বা সোনার তৈরি জিনিসের উপর সেই গোল্ড মার্ক দেওয়া থাকবে না, সেগুলো কখনোই কেনা বা বিক্রি করা যাবে না। সোনার গয়না কেনা-বেচার ক্ষেত্রে উপভোক্তাদের বা গ্রাহকদের যাতে কোনো বিভ্রান্তির শিকার না হতে হয় বা ঠকতে না হয়, সেই কারণেই সরকারের এই পদক্ষেপ। পূর্বে যে সমস্ত 4 ডিজিট যুক্ত গোল্ড হলমার্ক দেওয়া গয়না ছিল, সেগুলো আর কিছুদিন পর থেকে আর চলবে না। বর্তমান থেকে শুধুমাত্র ছয় ডিজিট যুক্ত গোল্ড হলমার্ক দেওয়া সোনার গয়না বাজার থেকে কিনতে বা বিক্রি করতে পারবেন।।

 

সোনার গয়না কেনার ক্ষেত্রে সরকারের এই নিয়ম চালু হচ্ছে এপ্রিল মাসের প্রথম তারিখ থেকে ম এপ্রিল মাসের প্রথম তারিখ থেকেই শুধুমাত্র 6 ডিজিট যুক্ত গোল্ড হলমার্ক দেওয়া গয়নাই কেনা যাবে এবং তার কিছুদিন পর থেকেই 4 ডিজিটযুক্ত গোল্ড হলমার্ক দেওয়া গয়না বাজারে কেনা-বেচা যাবে না। সরকারের এই নিয়ম কার্যকরী করার ক্ষেত্রে 339 টি সেন্টার শুরু করা হয়েছে। পরবর্তীতে আরও শুরু করা হবে।। তাই যদি এখন থেকে সোনার গয়না কেনার ক্ষেত্রে অবশ্যই তার হলমার্ক দেখে নেবে ন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo