ব্যাংক নিয়ে একটি বড় আপডেট সামনে আসছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সমস্ত ব্যাংক গুলোকে নির্দেশ দিয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত টানা খোলা রাখতে হবে সমস্ত ব্যাংকের শাখা। অর্থাৎ রবিবার (Sunday) যেখানে সপ্তাহের একটি ছুটির দিন এই দিনেও আপনি খোলা পাচ্ছেন ব্যাংক গুলো। তবে শুধু এই নির্দেশনা ৩১ মার্চ পর্যন্তই, অর্থাৎ আগামী এপ্রিল থেকে ব্যাংক আগের মত খোলা ও বন্ধ থাকবে তেমনি ভাবে চলবে। তবে ১ এবং ২ এপ্রিল এই দুই দিন ব্যাংক বন্ধ থাকবে।
RBI জানিয়েছে, ২০২২-২৩ এর আর্থিক বছরের শেষদিন অর্থাৎ ৩ মার্চ অবধি ব্যাংকের সমস্ত কাজ-বাজ চলবে। তাই আপনি রবিবারেও ব্যাংক খোলা পাচ্ছেন এবং এই দিনে ব্যাংকে গিয়ে আপনি আপনার সমস্ত কাজ মেটাতে পারবেন। RBI জানিয়েছে যে, বিগত অর্থবর্ষের সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও ৩১ মার্চ ২০২৩ আধার-প্যান লিঙ্ক করানোর শেষ তারিখ। এই তারিখের মধ্যে যদি আপনি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে বাতিল হবে আপনার প্যান কার্ড, সেই সঙ্গে ১০,০০০ হাজার টাকা জরিমানা! পাশাপাশি খবর পাওয়া যাচ্ছে যে, আধার-প্যান লিঙ্ক না করালে আপনার ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি আর টাকা জমা কিংবা টাকা তুলতে পারবেন না। তবে রবিবার আপনি খোলা পাচ্ছেন ব্যাংকের সমস্ত শাখা। আর এই সুযোগে আপনি ব্যাংক গিয়ে আপনার সমস্ত কাজ যেটাতে পারেন, যদি আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে কিছু টাকা জমা করুন, না হলে ৩১ মার্চের পর সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট আপনার বন্ধ হয়ে যাবে। আধার-প্যান লিঙ্কের মতো ৩১ মার্চে আগে এই কাজটি করা জরুরী।