আধার-প্যান লিঙ্ক করতে গেলে দিতে হচ্ছে হাজার টাকা জরিমানা। আর এই জরিমানা বা ফাইনের টাকা অনেকে না দিতে পেরে আধার-প্যান লিঙ্ক করছেন না অনেকেই। এদিকে আবার সময় পেড়িয়ে যাচ্ছে আধার-প্যান লিঙ্ক করার। বলতে গেলে গরিব মানুষের কাছে এই হাজার টাকা যেন লাখ টাকার সমান, তাই এই ফাইনের টাকা তুলে দেবার জন্য অনেকেই আর্জি জানিয়েছেন সরকারকে। আর সেই সম্মানিত একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে।
জানা গিয়েছে, আধার-প্যান লিঙ্কের জরিমানা নেওয়ার জন্য সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে বিজেপি (BJP) নেতাদের উপরে। হুহু করে তাদের ফলোয়ার কমেছে সোশ্যাল মিডিয়াতে। এমনকি ভারতের বিভিন্ন রাজ্যের বিজেপি নেতাদের উপরে চড়াও হচ্ছেন সাধারণ মানুষ। তাদের দাবি আধার-প্যান লিঙ্কের এই হাজার টাকা ফাইন মকুব করতে হবে। এই দ্রব্যমূল্য বাজারে হাজার টাকা কোথা থেকে দেবেন তাঁরা! কোন রকমে খেয়ে পুরে বেঁচে আছেন এটাই অনেক।
[ লক্ষ লক্ষ মানুষের মনের কথা শুনলো UIDAI, এবার আধারের এই কাজটি হবে সম্পুর্ন বিনামূল্যে! খুশি জনতা ]
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সাধারণ মানুষের ক্ষোভে পড়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার বিজেপি নেতারা টুইটারে সরকারকে ট্যাগ করে আধার-প্যান লিঙ্কের জরিমানা মকুব করার আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপির জেলা সাধারণ সম্পাদক ‘বাপ্পা চট্টোপাধ্যায়’ তিনিও একটি ট্যুইট পোষ্টের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ১০০০ টাকার জরিমানা মকুব করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি এই ট্যুইটে তিনি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার কারণে বয়স্কদের যে সমস্যা হচ্ছে তার কথাও উল্লেখ করেছেন। এবার দেখার বিষয় যে, সরকার পরবর্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে। তবে সাধারণ মানুষের অনেকেই মনে করছেন সরকার তাদের সমস্যার কথা বুঝবে এবং এই হাজার ফাইন নিশ্চয়ই হয়তো মকুব করে দেবে।