বেকার বাড়িতে বসে না থেকে শুরু করুন এই ৩ ব্যাবসা, মাস গেলে আয় হবে মোটা টাকা

ব্যাবসা (Business) করার ইচ্ছে সবার মধ্যেই টুকটাক রয়েছে। কিন্তু ভালো কোনো ব্যাবসার আইডিয়া (Business Idea) না থাকার কারনে অনেকেই ব্যাবসায় নামতে ভয় পান লস হয়ে যাবার ভয়ে। কিন্তু এবারে আর আপনাকে চিন্তা করতে হবে না। কারণ এই প্রতিবেদনে আমরা আজ আপনাদেরকে এমন ৩ ব্যবসার সমন্ধে বলবো, যেই ব্যাবসায় লস নেই, বরং এই ৩ ব্যাবসা করলে আপনি সেখান থেকে মাসে ইনকাম করতে পারবেন লাখ লাখ। চলুন তাহলে আর বিলম্ব না করে যেনে নেই সেই ৩ ব্যাবসার নাম ও তার সম্বন্ধে।

এই ৩ ব্যাবসা করলে মাসে আয় হবে লাখ টাকা:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) মুরগি প্রতিপালন: খুবই লাভজনক একটি ব্যাবসার নাম মুরগি প্রতিপালন ব্যাবসা। বিশেষ করে ব্ল্যাক অস্ট্রালর্প বা রোড আইল্যান্ড রেড মুরগির ব্যাবসায় প্রচুর লাভ রয়েছে। আপনি এই মুরগির মাংশ বাজারে বিক্রি করতে পারবেন। সাধারণ ৫০০ থেকে ৬০০ গ্ৰামের এই মুরগি খুব অল্প সময়ের মধ্যে ২ কেজি হয়ে যায়। পাশাপাশি এই ব্যবসা আরম্ভ করা যায় খুব অল্প জায়গাতে। মনে রাখবেন ব্ল্যাক অস্ট্রালর্প বা রোড আইল্যান্ড রেড হলো মুরগিদের একটি বিশেষ জাত। বিশেষ করে মাংসের জন্য এই মুরগি খাওয়া হয়ে থাকে।

 business idea

২) কোচিং সেন্টার: আপনি শিক্ষিত হয়েও যদি বেকার থাকেন তাহলে সেটা আপনার মধ্যে কমতি, বেকার বেকার বসে না থেকে আজ থেকেই কোচিং পড়ানো শুরু করে দিন। বর্তমানে এমন এমন শিক্ষক আছেন যারা কোচিং করিয়ে মাসে লাখ টাকা উপার্জন করছেন। তাই আপনিও শুরু করতে পারেন কোচিং পড়ানোর। তবে শুরুর দিকে হয়তো আপনাকে কেউ না চিনতেও পারে যে আপনি কোচিং পড়ান, কিন্তু ধীরে ধীরে আপনার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়বে।

৩)‌‌ ঘরোয়া খাওয়ারের সম্ভার: আপনি যদি ভালো রান্নাবান্না করতে জানেন তাহলে এই ব্যাবসা আপনার জন্য একদম পারফেক্ট। শুধুমাত্র রান্না ঘরে খুন্তি কড়াই নাড়িয়ে আপনার মাসে ইনকাম হবে বেশ ভালো টাকা। এই ব্যাবসা করার জন্য আপনাকে শহর এলাকা বেছে নিতে হবে, বিশেষ করে মেস যেখানে লোকেরা রান্না করে খাওয়ার সময় পায়না, আপনি সেই সমস্ত মেসে খাবার ডেলিভারি করতে পারেন। তবে মনে রাখবেন খাবার ডেলিভারি যেন সময় মতো হয়। তাহলেই এই ব্যাবসা করা খুব একটা মুশকিল নয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment