Friday, December 13, 2024

লোকের বিয়ে দেখা শুনা করে মাসে ইনকাম করুন ২ লক্ষ টাকা! ২০২৩ সালে এটাই সেরা বিজনেস আইডিয়া

যদি বর্তমানে আপনি এমন একটি ব্যবসার খোঁজে থেকে থাকেন যেখানে আপনাকে নিজে থেকে একটা টাকাও খরচ করতে হবে না, কিন্তু আপনি বিনা টাকা খরচ করেই প্রচুর টাকা রোজগার করবেন, তাহলে আপনাকে আমাদের আজকের এই বিশেষ ছোটো ব্যবসার আইডিয়া সম্পর্কে অবশ্যই পড়তে হবে। আজকে আপনাদের সঙ্গে যে বিশেষ স্মল বিজনেস আইডিয়া সম্পর্কে শেয়ার করবো,সেই ব্যবসায় আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আমার লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু লাভ হবে ১০০%। কী সেই ব্যবসা? আসুন জেনে নেই।

 

Wedding Planner Business Idea In Bengali:

পৃথিবীতে হয়তো অন্য এমন কোনো দেশ নেই যে দেশ বিয়েতে ভারতের মতো এতো টাকা খরচ করে। এখন বিয়ে বাড়ি প্রত্যেকের কাছেই একটা বিশেষ দিন। এখন যার বাড়িতে বিয়ে হয় সেই বাড়ির প্রত্যেকটা সদস্যই বিভিন্ন রকম চিন্তা এবং কাজ কর্মে ব্যস্ত থাকে। যার ফলে বিয়ে বাড়ির সমস্ত কাজ সম্পূর্ণভাবে ঠিক হচ্ছে কিনা বা সব কাজকর্ম সঠিকভাবে পালন হচ্ছে কিনা-এই বিষয়টা তারা সঠিকভাবে দেখতেই পারেন না। আর যদি কেউ এই বিষয়গুলো খেয়াল রাখতে চায় তাহলে সে কখনোই বিয়ের সমস্ত আনন্দটা উপভোগ করতে পারবে না। তাই যার বাড়িতে বিয়ে হয়,তাঁর এমন একজনের প্রয়োজন হয় যে টাকার বদলে এই সমস্ত কাজকর্ম দেখাশোনা করবে এবং বিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সঠিকভাবে হচ্ছে কিনা সেটার প্রতি খেয়াল রাখবে।। এখন যেই ব্যক্তি এই সমস্ত কাজকর্ম দেখাশোনা করেন তাকে বলা হয় ওয়েডিং প্লানার (wedding planner)। ভারতে এই ওয়েডিং প্লানারই এমন একটি ব্যবসা যেখানে আপনাকে নিজে থেকে একটা পয়সাও খরচ করতে হয় না। কিন্তু এখান থেকে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

wedding planner-এর ব্যবসা থেকে কিভাবে মাসে ১,৫০,০০০ টাকার বেশি কামাবেন? 

ওয়েডিং প্ল্যানারের ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার করা খুব বড় কথা নয়। কারণ যদি আপনি মাসে দশটা ওয়েডিং প্লানারের কাজও পান এবং প্রত্যেকটি কাজ থেকে ন্যূনতম ৫০০০ টাকা করেও নেন,তাহলেও আপনার অনায়াসে মাসে ৫০,০০০ টাকা চলে আসে। চাইলে আপনি আপনার কাজের সুবিধার জন্য এক্সট্রা কর্মচারীও নিতে পারেন।। এখন শহরের দিকে একটা বিয়ের জন্য নূন্যতম ১৫,০০০ হাজার টাকা নেওয়া হয়। এখন যদি আপনি মাসে কমকরে ১০ টা কাজও পেয়ে যান, তাহলে মাসে অনায়াসে আপনি ১,৫০,০০০ টাকা রোজগার করতে পারেন।

Mushroom farm business

Wedding Planner- বিজনেস কিভাবে শুরু করবেন? 

ওয়েডিং প্ল্যানারের ব্যবসা শুরু করার জন্য আপনাকে সবার প্রথমে নিজের আশেপাশের এলাকায়, যেখানে বিয়ে হচ্ছে বা বিয়ে হবে- সে সমস্ত বাড়িতে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। প্রথমের দিকে আপনাকে ব্যবসাটা এভাবেই শুরু করতে হবে। পরবর্তীকালে যখন আপনার একটু নাম ডাক হয়ে যাবে, তখন আপনি নিজের একটা দোকান খুলতে পারেন। এবং সেই সঙ্গে অনলাইনে গুগল বিজনেস-এ নিজের ব্যবসা সম্পর্কে তথ্য দিতে পারেন। তাহলে সেখান থেকে আপনি অনলাইনেও কাজের অর্ডার পাবেন। এবং এভাবেই আপনার যত দিন যাবে তত আপনার ব্যবসা বাড়বে। এবং ব্যবসা বড়ো হওয়া মানেই আপনার রোজগার বৃদ্ধি পাওয়া।

আপনার জন্য
WhatsApp Logo