Tuesday, December 10, 2024

বিরাট খবর! বাড়িতে কন্যা সন্তান থাকলেই পাবেন ১৫ লক্ষ টাকা, টাকা দিচ্ছে দেশের সবচেয়ে বড় ব্যাংক SBI

আপনার বাড়িতে কি কন্যা সন্তান রয়েছে? তার ভবিষ্যৎ নিয়ে কি আপনি চিন্তিত? তাহলে এবার আপনার চিন্তার অবসান হতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ দেশের সবচেয়ে বড় ব্যাংক SBI (State Bank of India) বাড়িতে কন্যা সন্তান থাকলেই দিচ্ছে ১৫ লক্ষ টাকা। কিন্তু কি করতে হবে এই টাকা পেতে হলে? কোন স্কিমের মাধ্যমেই বা এই ১৫ লক্ষ টাকা বাড়ির কন্যা সন্তানকে দেবে SBI? জানুন বিস্তারিত।

 

SBI-এর এই স্কিমের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya samriddhi Yojana) যেই যোজনার মাধ্যমে আপনার মেয়ে ১৫ লক্ষ টাকা পেতে চলেছে। যেই টাকা আপনি ব্যাবহার করতে পারবেন আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে, তাকে উচ্চ শিক্ষিত করতে পারেন। এমনকি মেয়ের বিয়ের জন্যও এই টাকা বরাদ্দ করে রাখতে পারেন আপনি। জানিয়ে দেই এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি হচ্ছে কেন্দ্র সরকারের, যা SBI-এর স্কিমের মাধ্যমে যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাদের দিচ্ছে সরকার। আর তাই এই ১৫ লক্ষ টাকা পেতে হলে আপনার মেয়ের নামে আলাদা একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে SBI তে।

SBI customer

জেনে নিন এই টাকা পেতে হলে কি কি করতে হবে: এই টাকা পেতে হলে শুধু আপনার মেয়ের নামে একটি ব্যাংক একাউন্ট থাকলেই হবে SBI তে। এবং সেই একাউন্টে আপনাকে প্রতি বছর মাত্র ২৫০ টাকা করে বিনিয়োগ করতে হবে। তবে আপনি চাইলে বছরে ১.৫ লক্ষ টাকাও বিনিয়োগ করতে পারেন। সেটা আপনার ইচ্ছে। এই স্কিমে আপনি আপনার জমানো টাকার উপরে ৭.৬ শতাংশ হারে সুদ পাবেন। জানিয়ে দেই, SBI একটি সুবিধা দিচ্ছে আর তা হলো, আপনি যদি বছরে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তাহলে এই টাকা আপনি মাসিক কিস্তির মাধ্যমেও আপনি আপনার মেয়ের সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট জমা করতে পারবেন। তবে এই স্কিমে সর্বনিম্ন জমাকৃত রাশি হচ্ছে মাত্র ২৫০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

আরো জানিয়ে রাখি যে, আপনার যদি দুটি কন্যা সন্তান থাকে তাহলে এই প্রকল্পের অধীনে দুটি কন্যা সন্তানের জন্য আপনি একই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং প্রথম কন্যার জন্মের পর যদি দুটি যমজ কন্যা হয়, তবে এই পরিস্থিতিতে তিনটি কন্যার জন্যই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন আপনি। তবে এই প্রকল্পের মেয়াদ সর্বোচ্চ কতো দিনের জন্য এটা জানতে আপনাকে SBI ব্রাঞ্চে তে যোগাযোগ করতে হবে। কারণ এ মুহূর্তে এই বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে উপলব্ধ নেই।

আপনার জন্য
WhatsApp Logo