রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর হতে সাহায্য করার জন্য কর্মসাথী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি রাজ্যের প্রায় ১ লক্ষ বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়াতে বা কিছু করতে সাহায্য করতে চাইছেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি রাজ্যের এক লক্ষ যুবক যুবতীর হাতে ২,০০,০০০ টাকা করে তুলে দেবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কর্মসাথী প্রকল্পের এই দু-লক্ষ টাকা পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে এবং সেই সঙ্গে এখানে কোন কোন শর্ত দেওয়া হয়েছে? জানতে হলে পড়তে থাকুন।
কর্মসাথী প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা বা শর্ত:
• কর্ম সাথী প্রকল্পে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• দ্বিতীয়ত আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
• তৃতীয়ত আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে। এছাড়াও আরও কিছু শর্ত রয়েছে যেগুলো ততোটাও গুরুত্বপূর্ণ নয়।
কর্মসাথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
• কর্ম সাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনার যে-সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে, সেগুলো হচ্ছে-
• আপনার আধার কার্ড
• আপনার ভোটার আইডি
• চালু রয়েছে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট
• আপনার অষ্টম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
• আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার পঞ্চায়েত প্রদত্ত একটি সার্টিফিকেট
• এবং সেই সঙ্গে আপনার রিসেন্ট কিছু ফটো।
উপরে উল্লেখ করা সমস্ত শর্ত এবং ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি অনায়াসেই কর্মসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারেন।অনলাইন আবেদন করার পর বা আপনার আবেদনপত্র জমা করার পর যদি আপনি এই টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হন,তাহলে আপনি আবেদন করার কিছুদিনের মধ্যেই কর্মসাথী প্রকল্পের ২,০০,০০০ টাকা পেয়ে যাবেন।