বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরির সংখ্যা খুবই কমে গেছে। এমন পরিস্থিতিতে যারা শিক্ষিত বেকার রয়েছে, তারা নিজেদের বেকারত্ব দূর করতে কোনো ভালো একটা ব্যবসা শুরু করতে চান। এই পরিস্থিতিতে বাজারে শুরু করার মত বিভিন্ন ব্যবসার আইডিয়া (business idea) রয়েছে। তবে যেসব ব্যবসায় ঝুঁকি ,প্রতিযোগিতা কম থাকে এবং অনেক লাভ দেখা যায়- সেই সমস্ত ব্যবসার মধ্যে একটি ব্যবসা হলো পাটের ব্যাগ তৈরির ব্যবসা। এখন যদি আপনি ভেবে থাকেন এই ব্যবসা করে আপনি কেমন রোজগার করতে পারবেন,তাহলে বলা যায়-খুব বেশি না হলেও এই ব্যবসা থেকে আপনি অনায়াসেই মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা রোজগার করতে পারবেন।
পাটের ব্যাগ তৈরির ব্যবসা থেকে কেমন ইনকাম করা যায়?
বর্তমানে বাজারে একটি ভালো মানের স্টাইলিশ পাটের ব্যাগের দাম ন্যূনতম ৩০০ টাকা হয়ে থাকে। এখন যদি ধরে নেওয়া যায় যে, আপনি সারাদিন কাজ করে দিনে তিনটি ব্যাগ তৈরি করতে পারলেন। এই তিনটি ব্যাগ আপনি ২৫০ টাকা করে ৭৫০ টাকায় বিক্রি করলেন। এই হিসেবে দৈনিক ৭৫০ টাকা বা মাসে ২২,০০০ টাকা অনায়াসেই রোজগার করতে পারবেন।
কত টাকা থেকে এই ব্যবসা শুরু করা যাবে?
পাটের ব্যাগ তৈরির ব্যবসা শুরু করার জন্য আপনার বিভিন্ন উপকরণ প্রয়োজন হবে। যেমন পাট, পাটের চট, রং,প্লাস্টিক, শেলাই মেশিন,বিভিন্ন ধরনের সুতো ইত্যাদি। এই সমস্ত উপকরণ ছাড়াও পাট বোনার জন্য বা চট তৈরির জন্য চাইলে আপনি চাইলে মেশিন কিনে নিতে পারেন। এই সমস্ত উপকরণ কেনার জন্য বা প্রথম ব্যবসা শুরু করার জন্য আপনার খরচ হতে পারে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সর্বোচ্চ খরচ হিসেবে ধরা যায় ৫০ হাজার টাকা। সুতরাং আপনি ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যেই এই ব্যবসা শুরু করতে পারবেন।
কিভাবে ব্যবসা শুরু করবেন: পাটের ব্যাগ তৈরির ব্যবসা শুরু করার জন্য সবার প্রথমে আপনাদের উপরে উল্লেখ করা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিতে হবে। এরপর আপনি ইউটিউব (YouTube) থেকে দেখে নিতে পারেন যে কিভাবে পাটের ব্যাগ তৈরি করতে হয়। ইউটিউবে আপনি পাটের ব্যাগ তৈরির পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন সেখানে। ইউটিউব থেকে শিখে নিয়ে আপনি খুব সহজেই পাটের ব্যাগ তৈরি করতে পারবেন। এরপর পাটের ব্যাগ তৈরি করা হয়ে গেলে আপনি সেগুলো স্বল্প দামে আপনার নিকটবর্তী বাজারে বিভিন্ন ছোটখাটো বা বড় দোকানে পাইকারি দামে বিক্রি করতে পারেন।।