Tuesday, October 15, 2024

বড়লোক নয়, এই ৫ কারণে আপনার বাড়িতেও আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিশ! সাবধান

ইনকাম ট্যাক্স রিটার্ন দোয়ার সময় এসে গেছে। এই সময়, যারা ট্যাক্সপেয়ার হয়ে থাকেন তাদের বিভিন্ন রকম তথ্য দিতে হয়। যারা ট্যাক্সপেয়ার হয়ে থাকেন তারা আইটিআর ভরার সময় বিভিন্ন রকম ভুল করে থাকেন যার ফলে তাদের বিরাট সমস্যা সম্মুখীন হতে হয় বা বলা চলে বিরাট হয়রানির সম্মুখীন হতে হয়। যদি আপনিও ট্যাক্সপেয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। নাহলে হয়তো আপনিও এই ভুলগুলো করে বসবেন এবং পরে আপনাকে এর মাশুল গুনতে হবে।

 

ট্যাক্সপেয়াররা যখন তাদের রিটার্ন জমা করতে যান তখন তাদের নিজেদের বিনিয়োগের বা সঞ্চয়ের সমস্ত রকম তথ্য দিতে হয়। কিন্তু সাধারণ মানুষ এক্ষেত্রে এমন কিছু ভুল করে থাকেন যার ফলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। যদি কোনো কর প্রদানকারী ব্যক্তি ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে ভুলবশত- ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকে,তাহলে আয়কর বিভাগ তাদের আলাদা আলাদা ধারা অনুযায়ী বিভিন্ন রকম নোটিশ পাঠিয়ে থাকে।

 

ITR ফাইল না করা : 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আয়কর বিভাগ অনেক সময় আপনাকে আইটিআর ফাইল না করার জন্য নোটিশ পাঠাতে পারে। যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন কিন্তু আপনার কাছে কোনো বিদেশি সম্পত্তির মালিকানা থেকে থাকে এবং আপনি সেক্ষেত্রে আইটিআর ফাইল না করে থাকেন,তাহলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে।

 

অ-ঘোষিত আয় : 

একবছরে আপনার কত আয়,আপনি কোথা থেকে কত টাকা রোজগার করছেন সেই সমস্ত তথ্য আপনাকে আয়কর বিভাগকে জানাতে হবে। যদি আপনি কোনো জায়গায় টাকা বিনিয়োগ করে সেখান থেকে রোজগার করেন, তাহলে সেটাও আপনাকে আপনাকে ITR-এ জানাতে হবে।

Income tax department

প্রচুর টাকা লেনদেন :

ধরুন আপনার ব্যাংক একাউন্টে সাধারণত ৫ থেকে ৬ লাখ টাকা থাকে কিন্তু হঠাৎ করেই যদি আপনার ব্যাংকের কিছু সময় ধরে ২০ থেকে ৩০ লক্ষ টাকা লেনদেন হতে থাকে তাহলে সে ক্ষেত্রে আয়কর বিভাগের উপর পড়বে এবং এক্ষেত্রে তারা খোঁজখবর চালাবে। তারপর তারা আপনাকে নোটিশ পাঠাবে। তাই যদি আপনার ক্ষেত্রে এমন কোনো লেনদেন হয়ে থাকে যেটা স্বাভাবিক নয়?তাহলে সেটাও আপনাকে আগে থেকেই আয়কর বিভাগকে জানিয়ে দিতে হবে।।

 

TDS-এ ভুল : 

আইটিআর ভরার সময় আপনাকে টিডিএস সাবধানতার সঙ্গে ভরতে হবে। যদি আপনার দ্বারা সাবমিট করা টিডিএস আর সেটা যেখানে সাবমিট করা হয়েছে সেখানে কোনো গরবর থাকে,তাহলেও আপনাকে নোটিশ পাঠাতে পারে। তাই এক্ষেত্রেও আপনার সাবধান হওয়া উচিত।।

 

উপরিক্ত এই কয়েকটি ভুল যদি আপনি ইনকাম ট্যাক্স ভরার সময় করে থাকেন, তাহলে আপনাকে আয়কর বিভাগ থেকে নোটিশ পাঠানো হবে এবং সেই নোটিশ অনুযায়ী আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে বা বলা চলে হয়রানির শিকার হতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo