Wednesday, September 18, 2024

আপনার প্যান কার্ডটি জাল নয়তো? PAN-Addhar লিঙ্ক করানোর আগে ঘরে বসে জেনে নিন

আধার কার্ড যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ প্যান কার্ড। এদিকে ৩১ মার্চ ২০২৩ এর আগে দেশের সমস্ত নাগরিকদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। আর এটা করা বাধ্যতামূলক। নয়তো বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ডটি। সাথে করা হবে ১০ হাজার টাকা জরিমানা। এমনি নির্দেশ দিয়েছে ভারতীয় আয়কর দপ্তর (income tax department)। তাই আপনি যদি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করবেন বলে ভাবছেন তাহলে তার আগে ঘরে বসে যেনে নিন আপনার প্যান কার্ডটি আসল কিনা। নাহলে কিন্তু গুরুতর সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে।

 

দেশে অসৎ লোকের অভাব নেই। আপনি হয়তো কাউকে প্যান কার্ড বানাতে দিয়েছিলেন, তিনি হয়তো আপনার থেকে টাকা নিয়ে বদলে জাল প্যান কার্ড বানিয়ে দিয়েছেন আপনাকে। তাই আপনার প্যান কার্ডটি আসল না নকল তা ২ মিনিটে ঘরে বসে চেক করে নিন।

 

এইভাবে চেক করুন আপনার প্যান কার্ড আসল না নকল: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথম আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে। এরপর Verify Your PAN details অপশনটিতে ক্লিক করুন। এরপর নতুন একটি পেজ খুলবে সেখানে আপনার প্যান কার্ডের সমস্ত বিবরণ দিয়ে status অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি ক্যাপচার ইমেজ আসবে সেটা ফিলাপ করে দিলেই আপনার প্যান কার্ডটি আসল না নকল দেখতে পারবেন।

 

আরো বিশদে জানতে হলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের incometaxindia.gov.in/Pages/tax-services/online-pan-verification.aspx এই ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক করুন।

আপনার জন্য
WhatsApp Logo