আদানি কান্ডের পর ব্যাংকে আপনার টাকা রাখা কতোট নিরাপদ? স্পষ্ট ভাষায় জানিয়ে দিলো RBI

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের (Hindenburg) এর প্রকাশিত রিপোর্টের পর দুশ্চিন্তার মধ্যে আছেন সারা দেশের বিনিয়োগকারীরা। এমনকি বিনিয়োগকারীদের পাশাপাশি ভারতের সাধারণ মানুষও দুশ্চিন্তার মধ্যে আছেন যে আদানি কান্ডের পর আদৌও ব্যাংকে (Bank) টাকা রাখা নিরাপদ কিনা। তাই এই নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI একটি বিজ্ঞপ্তি জারি করেছেন ব্যাংক গুলিকে নিয়ে।

 

সংবাদ মাধ্যমকে RBI জানায়, সাধারণ মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ RBI এর বক্তব্য ছিল আজও ব্যাংক গুলি টাকা রাখা এবং টাকা বিনিয়োগের জন্য খুবই সুরক্ষিত ও নিরাপদ। তবুও আদানি কান্ডের পর RBI ভবিষ্যতে ব্যাংক গুলির উপরে আরও জোরালো নজরদারি চালাবে বলে জানায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Adani groups

সংবাদ মাধ্যমকে RBI জানায়, একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার চিত্র উঠে এসেছে। তবে জনগণের এতে কোন প্রকার কোন দুশ্চিন্তার করবার করণ নেই, ভারতীয় ব্যাংক গুলো আজও খুবই নিরাপদ। পাশাপাশি ব্যাংক গুলো কিভাবে টাকা রোজকার করে সেটাও জনগণকে জানায় RBI। RBI জানায় যে, ব্যাংক গুলো বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানিগুলোতে টাকা বিনিয়োগ করে, এরপর সেখান থেকে লাভের টাকা রেখে গ্রাহকদের সুদ দেয়।

উল্লেখ, হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে আমদানি গ্রুপের (Adani group) বিভিন্ন সেয়ারের দাম গড়গড় করে কমছে। ফলে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment