চোরের কাজ হলো চুরি করা। কোন কিছু চুরি করার সুযোগ পেলেই সেগুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। এক কথায় অলস লোকেদের বেশিরভাগই যুক্ত এই চুরি বিদ্যার সাথে। কিন্তু দুনিয়ার সমস্ত কিছু চুরি করার ধান্দায় থাকলেও একটি জিনিস চুরি করার বিষয়ে মোটেও ভাবে না চোরেরা। আর জিনিসটি হলো ট্রেনের ফ্যান।
আপনি হয়তো দেখেছেন রাতের বেলা দেশের বেশিরভাগই ট্রেনই যাত্রা শেষে দাঁড়িয়ে থাকে প্লাটফর্মে। এমতাবস্থায় ট্রেনের ভিতরে চুরি করার একটি দূরান্ত সুযোগ রয়েছে চোরের কাছে। তারা চাইলেই ট্রেনের ফ্যান অনায়াসেই চুরি করতে পারেন। কিন্তু চোরেরা সেটা করে না। কিন্তু কেন চোরেরা ট্রেনের ফ্যান চুরি করে না? জানলে অবাক হবেন।
যে কারণে ট্রেনের ফ্যান চুরি করে না চোরেরাঃ
আসলে ট্রেনের ফ্যান চুরি করে কোন প্রকার কোন লাভ নেই চোরের। বদলে উল্টো চুরি করতে গিয়ে ধরা খেয়ে জেলে যেতে হতে পারে তাকে। রয়েছে বেকার খাটুনি। আসলে ট্রেনের ফ্যান গুলো চালাতে হলে প্রয়োজন ২২০ ডিসি (DC) ভোল্টেসের। তার কারণ হলো এসব ফ্যানের ক্যাপাসিটর গুলো এমন ভাবেই তৈরি করেছে ভারতীয় রেল। কিন্তু আমাদের বাড়িতে যে সমস্ত ফ্যান গুলো চলে সেগুলো চালাতে প্রয়োজন সর্বোচ্চ 5 এসি ভোল্টেসের। সাধারণত অবাসিক বাড়িতে গুলোতে ১০ থেকে ১২ ভোল্টেসের বিদ্যুত সরবরাহ করা হয়। তাই চোরেদের ট্রেনের ফ্যান চুরি করে কোন লাভই নেই। পাশাপাশি ট্রেনের ফ্যান গুলো যাতে চুরি হয়ে না যায় তার জন্য বিশেষ পদ্ধতিতে ফ্যান গুলো লাগানো থাকে ট্রেনের ভিতরে। নয়তো ফ্যান চুরির জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যেতে রেলের।