Thursday, December 7, 2023

সারা বিশ্বের আইনজীবী ও বিচারকরা কেন শুধু কালো রঙের কোট পরেন? জানলে অবাক হবেন

আপনি হয়তো টিভি, সিরিয়াল কিংবা সিনেমাতে ‘আদালত’ দেখেছেন। এবং দেখেছেন আদালতে উপস্থিত সকল আইনজীবীদের কালো রঙের কোট পরতে। পাশাপাশি যিনি আদালতের বিচারক তাকে সবসময় কালো রঙের গাউন পরতে। আর এটা করা বাধ্যতামূলক। আর এই নিয়ম যে শুধু ভারতে তা কিন্তু নয় বরং পুরো বিশ্বের সমস্ত দেশের উকিল, আইনজীবী এবং বিচারকদেরই এই কালো রঙের পোশাক পড়তে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন এমন নিয়ম রয়েছে আদালতে সবসময় উকিল, আইনজীবী এবং বিচারকদের শুধু কালো রঙেরই কোট বা গাউন পরতে হবে?

 

জেনে নিন এর ৩টি কারণঃ 

১) কালো রঙের কোট শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের প্রতিক। এছাড়াও কালো রং হচ্ছে শক্তি এবং কর্তৃত্বের প্রতীক। শুধু তাই নয় এই কালো রঙের কোটের পেছনে সম্পর্ক রয়েছে ন্যায় বিচারের। এবং এর অধীনের মধ্যে পড়েন হচ্ছে উকিল, আইনজীবী এবং বিচারকরা।

Why do lawyers and judges wear only black coats?

২) কালো রঙের কোট অন্যান্য পেশার থেকেও আইনজীবী এবং বিচারপতিদের আলাদা পরিচয় দেয়। এছাড়াও আপনি হয়তো আইনজীবীদের শার্টের কলারে একটি সাদা রঙের ব্যান্ড দেখেছেন এই ব্যান্ডটি হচ্ছে পবিত্রতা এবং নির্দোষতার প্রতীক। যা আইনজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩) কালো রঙ হলো অন্ধের প্রতিক। যেমন কোন অন্ধ ব্যক্তি চোখ দিয়ে শুধু কালো রঙ বা অন্ধকার ছাড়া কিছুই দেখতে পান না। তাই তিনি কখনও পক্ষপাতিত্ব করতে পারেন না। তেমনি আইনও হচ্ছে সেই অন্ধ ব্যক্তির মতোই। কালো রঙের কোট এটা বোঝায় যে আইন সমাজে সবার জন্য সমান।

জানিয়ে রাখি ১৯৬১ সালে অ্যাডভোকেট অ্যাক্টের আইন অনুযায়ী সমস্ত আইনজীবীদের কালো রঙের কোট পড়া বাধ্যতামূলক করা হয়েছিল।

আপনার জন্য
WhatsApp Logo