বিশ্ব রাজনীতিতে মাটি শক্ত হচ্ছে ভারতের। তাই তো ভারতকে ছাড়া এই মুহূর্তে কোন দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার, স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেন না। আর এমনটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কারণে। বলা হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। যিনি কিনা ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রকেটের গতিতে।
নরেন্দ্র মোদী বর্তমানে দেশের সর্বশ্রেষ্ঠ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার দরুন তাকে নিয়ে রয়েছে অনেকের মনে অনেক রকম কৌতুহল। যেমন তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন নাকি একজন প্রধানমন্ত্রী হওয়ার দরুন তার লাইফ স্টাইল (lifestyle) সম্পুর্ন এলাহী। আবার মোদী কোন ব্র্যান্ডের মোবাইল ফোন চালান বা তিনি কোন কম্পানির সিম কার্ড (SIM card) ব্যবহার করেন। এই সব বিষয়ে অনেকের মধ্যে নানান কোতুহলী দেখা যায়। তাই আজকে জানতে চলেছেন মোদী কোন ব্র্যান্ডের মোবাইল ফোন চালান এবং তিনি কোন কম্পানির সিম কার্ড ব্যবহার করেন।
জেনে নিন নরেন্দ্র মোদী কি কম্পানির মোবাইল এবং সিম কার্ড ব্যবহার করেন।
একটি রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইফোনের iPhone 6 মডেলের স্মার্টফোনটি ব্যবহার করেন। ১০১৮ সালে চীন এবং দুবাই সফরের সময় এই মডেলের স্মার্টফোনটি সঙ্গে করে নিয়ে গেছিলেন মোদী। তবে আইফোনের ‘iPhone 6’ মডেলটি এবং বাকি সমস্ত আইফোনের বিভিন্ন সিরিজের মতো সাধারণ নয় মোদীর iPhone 6। কারণ মোদীর ব্যবহৃত iPhone 6 মডেলটির সফটওয়্যার আলাদা ভাবে এবং আরও সুরক্ষিত ভাবে বানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।
কোন কম্পানির সিম কার্ড ব্যবহার করে নরেন্দ্র মোদী?
কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী নরেন্দ্র মোদী নাকি ভোডাফোন অর্থাৎ আজকে ভিআই (Vi) কম্পানির সিম কার্ড ব্যবহার করেন। কারণ হিসেবে মোদী জানিয়েছেন এটি নাকি তার খুবই পছন্দের।