Friday, March 1, 2024

কোন সেট নয়, ইউক্রেনে রাষ্ট্রপতির বাড়ির সামনেই হয়েছিল RRR ছবির গানের শুটিং | দেখুন ফটো গ্যালারী

জুনিয়র এনটিআর এবং রামচরণের তেলেগু সিনেমা তথা RRR ইতিহাস সৃষ্টি করেছে। এটিই প্রথম ভারতীয় তেলুগু সিনেমা যেটি কিনা চলচ্চিত্র পুরস্কার ‘গোল্ডেন গ্লোবে’ ভূষিত হয়েছে। কিন্তু আপনি কি জানেন এই RRR সিনেমার নাটু-নাটু গানের শুটিং কোথাও সুট করা হয়েছিল?

২০১১সালে নির্মিত RRR গানের শুটিং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সরকারী বাসভবন মারিনস্কি প্রাসাদের সামনে শ্যুট করা হয়েছিল। তখন মোটেও যুদ্ধে লিপ্ত ছিল না রাশিয়া এবং ইউক্রেন।

 

ছবির পরিচালক এস.এস. রাজামৌলি বলেছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ছিলেন নিজেই একজন টেলিভিশন অভিনেতা। তাই তিনি তার বাসভবনের সামনে RRR সিনেমার গানের শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন।

ইউক্রেনের রাষ্ট্রপতির সরকারী বাসভবনটি সমুদ্রের নীল রঙ মারিনস্কি প্রাসাদ এটি।

বাসভবনটি দেখতে অনেক সুন্দর। এই বাসভবনের ভেতর এবং চারিদিকে আলোয় সজ্জিত। বাসভবনটির নাম হলো Mariinskyi।

ভেতর থেকে বাসভবনটি কোন রাজকীয় প্রসাদের থেকেও কম নয়।

এই ছবিটি আপনার নজর কাড়বে। যেন সমুদ্রের নীল রঙ বাসভবনটিকে ঘিরে রেখেছে।

আপনার জন্য
WhatsApp Logo