Saturday, December 2, 2023

রুপে গুনে সরস্বতী, বিরাট কোহলির মতো স্ত্রী পেতে হলে কী কী গুণ থাকতে হবে ছেলেদের মধ্যে?

সুন্দরী ও রূপবতী স্ত্রী সাবাই পেতে চায়। বিশেষ করে যারা ক্রিকেট ভক্ত তারা বিরাট কোহলির স্ত্রী অনুস্কা শর্মার মতো সুন্দরী এবং গুনবতী একজন পত্নী পাবার ইচ্ছে তাদের মনে মনে অবশ্যই রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে উঠে না। কোন কারণ বশত সম্পর্ক বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাবার আগেই ভেঙে যায় প্রেমের সম্পর্ক। যদি এমনটিও আপনার সাথে হয়ে থাকে তাহলে করনীয় কি?

কি করলে আপনার প্রেমিকা আপনাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাইবে? কি করলে একজন সুন্দরী স্ত্রী পাবেন আপনি? কি কি গুন থাকা আবশ্যক আপনার মধ্যে যার কারণে যে কোন মেয়েই আপনাকে স্বামী হিসেবে পেতে চাইবে? জানুন বিস্তারিত।

 

নিজের মধ্যে এই গুন গুলি তৈরি করুনঃ

১) স্বাধীনতা– প্রয়োজন নেই বিরাট কোহলির মতো একজন সুন্দরী স্ত্রী পেতে হলে আপনাকে ক্রিকেটার বা ধনী ব্যক্তি হতে হবে। আপনার মধ্যে শুধু থাকতে হবে কাউকে স্বাধীন ভাবে বাঁচতে দেওয়ার প্রবণতা। অর্থাৎ সঙ্গীকে স্বাধীনতা দেওয়ার মনোভাব থাকতে হবে আপনার মধ্যে। তাহলেই যে কোন মেয়ে আকৃষ্ট হবেন আপনার দিকে।

২) ভালো শ্রোতাঃ আপনাকে একজন ভালো শ্রোতা হয়ে উঠতে হবে। অর্থাৎ আপনার সঙ্গী যখন আপনার সাথে কথা বলবে তার কথা মন দিয়ে শুনুন। সবসময় যে নিজেই কথা বলে গেলেন এমনটি করলে কিন্তু হবেনা। কারণ মেয়েরা এধরনের ছেলেদের একদমই পছন্দ করে না।

৩) ফ্যাশন– সবসময় পরিপাটি থাকুন। গায়ে সুগন্ধি ব্যবহার করুন। পারলে কালো কিংবা লাল রঙের জামা পড়তে পারেন সঙ্গীর সাথে ডেটে যাবার সময়। কারণ মেয়েরা কালো ও লাল জমা পড়া ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হন।

 

৪) অনুভূতি– মনের ভিতরে অনুভূতির জন্ম দিন। কারণ অনুভূতি না থাকলে আপনি কখনো প্রেমিকার দুঃখ, কষ্ট এবং তার ভালোবাসা অনুভব করতে পারবেন না।

৫) উত্‌সাহী– সবসময় উত্‌সাহী থাকুন। মেয়েরা উত্‌সাহী ছেলেদেরই বেশি পছন্দ করে থাকে। বদলে কোন বোরিং ছেলেকে পছন্দ করে না মেয়েরা।

৬) নিরাপদ– নিরাপত্তা দেওয়া ছেলেদের পছন্দ করে মেয়েরা। সেসব ছেলেদের কাছে মেয়েরা নিরাপদ অনুভব করে তাঁর সাথেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার কথা ভাবেন তাঁরা।

৭) খেয়াল ও যত্ন– মেয়েরা তাদেরই পছন্দ করেন যারা তাদের খেয়াল রাখে এবং যত্ন নেয়। ভাবতে হবে মেয়েদেরকে অনেকটা ছোট চারা গাছের মতো। যাদের অতি যত্নের প্রয়োজন।

আপনার জন্য
WhatsApp Logo