মানবদেহে নাভি (Navel) অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ নাভী হচ্ছে মাতৃত্বের প্রতিক। তাই হিন্দু ধর্মে নারীর নাভীকে বর্ণনা করা হয়েছে শক্তির কেন্দ্র হিসেবে। তবে নাভী বিভিন্ন আকারের হয়ে থাকে তা হয়তো আপনি জানেন। কিন্তু আপনি কি জানেন তার মধ্যে এমন কিছু নাভী রয়েছে যেই নাভীর অধিকারী কোন নারীকে বিয়ে করলে ভাগ্যের চাকা খুলে যাবে আপনার। আবার এমন আকৃতির নাভী রয়েছে যেই নাভীর মেয়েরা ধ্বংশ করে দিতে পারে আপনার জীবনকে। আর এই সমস্ত কথা বলা হয়েছে সমুদ্র শাস্ত্রে।
জেনে নিন এমন ৫ নাভীর মেয়েরা যারা কিনা অত্যন্ত ভাগ্যবানঃ
১) গভীর নাভি– সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে, গভীর নাভি যুক্ত মহিলারা অতি সুন্দরী হয়ে থাকে। তারা যেমন রোমান্টিক তেমনি আবার মিশুকে। তাই এমন মহিলারা যে কোন সংসারে আসলে স্বামীর কর্মে প্রচুর অর্থ যোগ তৈরি হয়।
২) সমতল নাভি– শাস্ত্রে বলা হয়েছে এমন নাভীর মহিলারা খুব রাগী। তবে এদের মন হয়ে থাকে খুবই নরম। শাস্ত্র মতে এই নাভীর মহিলারা তাদের ভাগ্যের জোরে অর্থ নিয়ে আসে স্বামীর ঘরে।
৩) গোলাকার নাভি– এই নাভীর মেয়েরা দয়ালু এবং আশাবাদী। সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে এমন নাভীর মেয়েদের বিয়ে করলে কখনো ভাতে মরতে হবে না আপনাকে। কারণ এদের ভাগ্যে বেশ ভালো অর্থের যোগ রয়েছে।
View this post on Instagram
৪) অগভীর নাভি– শাস্ত্রে বলা হয়েছে যেসব মেয়ের নাভি অগভীর থাকে, তারা হন খিটখিটে এবং প্রতিটি কাজ মাঝপথে অসম্পূর্ণ রেখেই চলে যায়। তবে এদের ভাগ্যেও অর্থ যোগ রয়েছে।
৫) বড় নাভী– এধরনের মহিলারা অত্যন্ত চঞ্চল হয়ে থাকেন। তবে এ নাভীর মহিলারা ছোট বেলা থেকেই মেধাবী। পাশাপাশি এঁরা লেখা-পড়া শেষ করে চাকরিবাকরি করেন।
Disclaimer: জ্যোতিষ শাস্ত্র অনেক সময়ই মনগড়া হয়ে থাকে, আবার তা সত্যও হয়ে থাকে। তাই এই প্রতিবেদনের ব্যাপারে আমাদের কোন দায়বদ্ধতা নেই।