Friday, December 1, 2023

বিবাহিত দম্পতিদের জন্য সুখবর, এই কাজটি করলেই প্রতিমাসে মিলবে ৮ টাকা, বিশদে জানুন

পিএমভিভিওয়াই স্কিম, কেন্দ্রীয় সরকারের এই স্কিমের মাধ্যমে বিবাহিত দম্পতিরা এখন থেকে প্রতি মাসে পেতে চলেছেন ৮ হাজার টাকা করে। তবে হাতে আর বেশি সময় নেই, কারণ এই স্কিমে আবেদন করার শেষ তারিখে হচ্ছে ৩১ জানুয়ারি ২০২৩। এমতাবস্থায় তারিখ চলে যাওয়ার আগেই এই স্কিমটিতে আবেদন করে ফেলুন।

 

জেনে নিন এই স্কিমে সমন্ধে– মোদি সরকারের পিএমভিভিওয়াই নামক এই স্কিমে বিনিয়োগকারীদের মাসিক এবং বার্ষিক হিসেবে পেনশন দেওয়া হবে। এবং এই স্কিমটি LIC অর্থাত্ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। এবং সেখানে বলা হয়েছে এই স্কিমে আপনি ১৫ লক্ষ টাকা থেকে শুরু করে ৭ লাখ ৫০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এবং সরকার সম্প্রতি এই স্কিমে বিনিয়োগের সীমা বাড়িয়ে।

Nirmala sitharaman

এই ভাবে পাবেন মাসে ৮ হাজার টাকা- বিবাহিত দম্পতিরা এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে ৮ হাজার টাকা করে পাবেন। যদি স্বামী-স্ত্রী উভয়েই এই স্কিমে ৬-৬ লক্ষ টাকা করে বিনিয়োগ করেন। অর্থাৎ উভয়কেই ৪-৪ হাজার টাকা করে প্রতি মাসে পেনশন দেওয়া হবে। যার বার্ষিক সুদের হার দাঁড়াচ্ছে ৭.৪০%।

এই স্কিমে আপনি আপনার বিনিয়োগের পুরো টাকাটাই ফেরত পাবেন– জানা যাচ্ছে আপনি যদি এই স্কিমে ১০ বছরের জন্য বিনিয়োগ করেন। এই ক্ষেত্রে, আপনাকে ১০ বছরের জন্য পেনশন দেওয়া হবে এবং আপনি যদি ১০ বছরের জন্য এই স্কিমে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ১০ বছর পরে আপনি আপনার বিনিয়োগের পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন। এবং সাথে পাবেন ৮ হাজার টাকা মাসিক পেনশনের সুবিধা। তবে মনে রাখবেন শুধুমাত্র ৬০ বছরের দম্পতিদের জন্যই এই স্কিমটি চালু করেছে সরকার।

আপনার জন্য
WhatsApp Logo