Friday, February 7, 2025

কীভাবে আয়কর বিভাগে চাকরি পাবেন? জেনে নিন কোন পরিক্ষা দিতে হবে আপনাকে

প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে। কারো স্বপ্ন থাকে সেনাবাহিনী হওয়ার, আবার কারো স্বপ্ন থাকে একটি সরকারি ব্যাংকে ব্যাংক ম্যানেজার (Bank manager) হওয়ার। তবে আপনার যদি স্বপ্ন থাকে ভারতীয় আয়কর বিভাগ তথা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (income tax department) একজন কর্মকর্তা হওয়ার, তাহলে আপনি কি জানেন আপনাকে কোন পরিক্ষা দিতে হবে? যদি এই বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণা না থাকে তাহলে চিন্তার কিছু নেই। কারণ আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি আয়কর বিভাগে চাকরি পাওয়ার জন্য কোন বিষয় নিয়ে পড়াশুনো করতে হবে এবং কোন পরিক্ষা দিতে হবে আপনাকে।

জেনে নিন আয়কর বিভাগে চাকরি পাওয়ার জন্য কি কি করতে হবে আপনাকে। 

আয়কর বিভাগ হচ্ছে এমন একটি দপ্তর যেটা সরকারি কর এবং কোষাগারের হিসেবে রাখে। এই আয়কর দপ্তর অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের অধীনের মধ্যে পড়ে। এই আয়কর বিভাগে চাকরি পাওয়ার জন্য আপনাকে প্রথমে SSC CGL প্রবেশিকা পরীক্ষা, বা UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আয়কর বিভাগ দ্বারা জারি করা বিভিন্ন পদে আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি চাকরি প্রার্থীর একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে।

Nirmala-sitharaman.jpeg

আয়কর বিভাগের বিভিন্ন পদ রয়েছে। তার মধ্যে একটি পদ হলো ‘কর’ সহকারী। এই পদের জন্য চাকরি প্রার্থীকে একটি স্নাতক ডিগ্রী বা তার সমতুল্য কোন একটি ডিগ্রী থাকলেই হবে। এবং ৮ হাজার ডব্লিউপিএম ডাটা এন্ট্রি স্পিড থাকতে হবে তাঁর। এই পদের জন্য চাকরি প্রার্থীকে সর্বনিম্ন ১০ পাশ হতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কতো টাকা বেতন আয় বিভাগে?

বেতনের কথা বলতে গেলে আয়কর বিভাগে বিভিন্ন পদ ভিত্তিক বেতন রয়েছে। একজন কর সহকারীর বেতন হলো ৩৭,৪০০ টাকা থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও সাথে রয়েছে চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাড়া ভাতার মতো আরো সুবিধা।

আপনার জন্য
WhatsApp Logo