Saturday, December 2, 2023

কেবল ভাগ্যবান এবং ধনী ব্যক্তিদের হাতের তালুতে দেখা যায় এই চিহ্ন, আপনার হাতে আছে কি নেই মিলিয়ে দেখুন

রাশিফল ছাড়াও কোন ব্যক্তির হাত দেখেও বলে দেওয়া যায় তার ভবিষ্যৎ সম্পর্কে। যদি হাতের তালুতে কয়েকটি বিশেষ ধরনের ধরে রেখা থাকে তাহলে এই রেখা ওই ব্যক্তির ভাগ্য, ধন, বিবাহ, সন্তান, সুখ-সমৃদ্ধি, বৈভব এবং স্বাস্থ্য সম্পর্কিত অনেক ধরণের যোগসূত্র তৈরি করে। এছাড়াও হাতের তালুতে এ রেখা গুলো রেখা ওই ব্যক্তির কপালে তৈরি করে রাজ্যলক্ষ্মী যোগ। ফলে তিনি খুব শীঘ্রই গরিব থেকে ধনী হয়ে উঠেন।

আপনার হাতের তালুতে এই বিশেষ রেখা গুলি আছে কিনা দেখুনঃ 

) জ্যোতিষ শাস্ত্র মতে কোন রেখা যদি হাতের তালু থেকে শুরু হয় এবং সেই রেখা যদি সরাসরি মধ্যমা আঙুলের সাথে মিলিত হয় তাহলে ঐ রেখাকে ভাগ্য রেখা বলে। এমন রেখা থাকলে আপনার কপালে রাজ্যলক্ষ্মী যোগ রয়েছে। এই রেখা থাকলে আপনি জীবনের সর্বোত্তম সুখ পাবেন। আর যদি হাতের তালুতে এই ভাগ্য রেখা স্পট হয় তাহলে আপনার দ্রুত উন্নতির সম্ভাবনা রয়েছে।

) হস্তরেখা শাস্ত্র অনুযায়ী যদি কোন ব্যক্তির হাতের তালুতে শনি রেখা থাকে এবং সেই রেখা যদি না কেটে সরাসরি মধ্যমা আঙুল থেকে শনি পর্বত পর্যন্ত থাকে তাহলে এই রেখার জাতকদের বিশেষ ব্যক্তিত্ব ধরা পড়ে। জ্যোতিষবিদরা বলেন, হাতের তালুতে থাকা এই রেখা যাদের আছে এঁরা নিজের ভাগ্য নিজেই লেখেন। এছাড়াও তারা যে কোন কাজে নেতৃত্ব দেন এবং জীবনে পরিশ্রম করে সফল হন।

Hand astrology

) হস্তবিদদের  মতে কোন রেখা যদি জীবন রেখা হতে সোজা শনি পর্বত পর্যন্ত পৌঁছায় তাহলে সেই জাতক জীবনে ভালো ফল লাভ করেন। এছাড়াও এঁরা জীবে খুব পরিশ্রম করেন। ফলে ভালো দিন খুব শীঘ্রই ধরা দেয় তাদের কাছে। হস্তশাস্ত্র মতে এধরনের ব্যক্তিরা সুস্বাদু খাবারের সৌখিন হয়ে থাকেন। পাশাপাশি এঁরা যে কোন কাজে ঝুঁকি নিতে খুবই পছন্দ করেন।

আপনার জন্য
WhatsApp Logo