Thursday, December 7, 2023

সত্যি ভালোবাসে নাকি টাইম পাস? সঙ্গীর এই ৫ কাজে খোলসা হবে সবকিছু

আজকাল স্যতি কারের ভালবাসা খুঁজে পাওয়া প্রায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকাল স্যতি কারের ভালবাসার নামে হামেশাই চলছে টাইম পাস। অন্যদিকে আবার কারো টাকা ফুরিয়ে গেলে একজন ছেড়ে চলে যাচ্ছে অন্য জনকে। তাই আপনি যদি কারো সাথে সম্পর্কে জড়িয়ে থাকেন এবং আপনার ভালোবাসা যদি স্যতি হয়ে থাকে তাহলে আপনার সঙ্গীর মধ্যে এই ৫ জিনিস অবশ্যই লক্ষ্য করুন। দেখুন এই ৫ কাজ আপনার সঙ্গী আপনার সাথে কখনো করেছেন কিনা।

 

সম্পর্কে সঙ্গীর মধ্যে এই ৫ আচরণ লক্ষ্য করুনঃ 

১) একে অপরের প্রতি সমর্থন- সম্পর্কে একে অপরের প্রতি সমর্থন থাকাটা জরুরি। দেখাল করে দেখুন আপনার সঙ্গী যদি আপনার কোন কথায় সমর্থন না করেন কিংবা আপনার কোন কথা যদি আপনার সঙ্গীর কাছে মূল্যহীন মনে হয় তাহলে সাবধান হয়ে যান। আপনার সঙ্গী আপনার সাথে ভালোবাসার নামে খেলা করছে।

২) কঠিন সময়ে যত্ন– তিনি কি আপনাদের সম্পর্কের বিষয়ে খুব সিরিয়াস? আপনাদের সম্পর্ক কি আরো মজবুত করার বিষয়ে আপনার সঙ্গী উৎসাহিত? তাহলে বুঝে যান এক্ষেত্রে আপনার সঙ্গী আপনার সাথে টাইম পাস নয় বরং আপনাকে সত্যি ভালোবাসেন।

Love advice

৩) গোপন জিনিস শেয়ার– সঙ্গী যদি তার সমস্ত গোপন কথা আপনার সাথে সেয়ার করেন। এক্ষেত্রে সবুজ সংকেত রয়েছে। কারণ মানুষ গোপন কথা তাদের সাথেই সেয়ার করেন যারা বিশ্বাসযোগ্য।

৪) ভবিষ্যত পরিকল্পনা– সম্পর্ক নিয়ে যদি আপনার সঙ্গী ভবিষ্যত নিয়ে মোটেও চিন্তিত না হন কিংবা ভবিষ্যত নিয়ে যদি তার কোন পরিকল্পনা না থাকে তাহলে সতর্ক হয়ে যান এখুনি। আপনার সঙ্গী একজন ধোঁকাবাজ।

৫) সময় কাটানো– এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে, যেই মানুষটি আপনাকে শত ব্যস্ততার মাঝেও পর্যাপ্ত পরিমাণে সময় দেন সেই মানুষটি আপনাকে স্যতি মন থেকে ভালোবাসেন।

আপনার জন্য
WhatsApp Logo