শীতকালে বিদ্যুৎ বিল ৫০% পর্যন্ত কম আসবে, শুধু মানতে হবে এই টিপস, বাঁচবে অনেক টাকা

গরম কালের তুলনায় শীতকালে বিদ্যুৎ বিল বেশি আসে। কারণ শীত মরশুমে ঘর গরম রাখার জন্য অনেকেই অনেক বিদ্যুৎ চালিত যন্ত্র ব্যবহার করে থাকেন। আর এইসমস্ত ইলেকট্রনিক যন্ত্র গুলো প্রচুর পরিমাণে বিদ্যুৎ শোষণ করে। ফলে বাড়িয়ে দেয় আপনার মিটারের বিল। তবে আপনি চাইলে এই শীত মরশুমে ৫০% পর্যন্ত বিদ্যুৎ বিল বাঁচাতে পারেন। এর জন্য অবশ্য আপনাকে মানতে হবে বেশ কয়েকটি ছোট্ট টিপস।

শীতকালে বিদ্যুৎ বিল ৫০% পর্যন্ত বাঁচাতে ফলো করুন এই ৩টি টিপসঃ 

১) রুম হিটার- এই যন্ত্রটি ঘর গরম রাখতে ব্যবহার করা হয়। তবে এই রুম হিটার প্রচুর পরিমাণে বিদ্যুৎ শোষণ করে। তাই বুদ্ধিমানের কাজ হবে রুম হিটার কিছুক্ষণ চালিয়ে বন্ধ করে দিন এবং বাড়ির সমস্ত দরজা জানালা গুলোও বন্ধ রাখুন। এতে দেখবেন হিটার না চালালেও ঘর গরম থাকবে। এবং আপনার বিদ্যুৎ বিলও বাঁচবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) কিচেন চিমনি- বর্তমানে কিচেন চিমনি সব বাড়িতেই আছে। এই কিচেন চিমনি রান্না ঘরে কালি জমতে দেয়না। আবার ঘর অতিরিক্ত ঘরমও রাখে। কিন্তু এই কিচেন চিমনির ফলে অনেকটাই বেড়ে যায় বিদ্যুৎ বিল। তাই বুদ্ধিমানের কাজ হবে শুধুমাত্র ভাজাভুজি সময়ই কেবল এই কিচেন চিমনি ব্যবহার করুন।

Electric geyser

৩) গিজার- শীতকালে গরম জল করতে কাজে লাগে গিজার। কিন্তু জানেন কি এই গিজার প্রচুর পরিমাণে বিদ্যুৎ খায়। অনেকে আছেন স্নান করার জন্য ৫-১০ মিনিট ধরে এই গিজার চালিয়ে রাখেন জল গরম করার জন্য। তাই বিদ্যুত বিল বাঁচাতে এক্ষেত্রে কোন সস্তার নয় বরং ৫ তাঁরা (five star) গিজার ব্যবহার করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment