Friday, December 1, 2023

শব্দের মধ্যেই রয়েছে দেশপ্রেম, জানেন Army শব্দের ফুল ফর্ম কি?

ভারতীয় সেনাবাহিনী হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী। ভারতীয় সেনাবাহিনীর রেঙ্ক দুনিয়ায় মধ্যে চতুর্থ। ভারতীয় সেনাবাহিনী বর্ডারে (border) আছেন বলেই আমরা দেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারি। যে কোন বড় বড় অনুষ্ঠান কিংবা ফেস্টিভ্যাল আমরা মন খুলে পালন করতে পারি। নয়তো ইংরেজদের মতো কবেই আমাদের এই ভারতবর্ষ দখল করার চিন্তা মাথায় এঁটে নিয়েছিল চীন এবং পাকিস্তান। কিন্তু আপনি কি জানেন সেনাবাহিনী অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় Army-এর ফুল ফর্ম কি?

Army শব্দের ফুল ফর্ম হলো এটাঃ 

Army শব্দের উৎপত্তি হয়েছে ইংরেজি ল্যাটিন ভাষা Armata থেকে। যার অর্থ হলো সশস্ত্র বাহিনী। অর্থাৎ যারা শত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য বর্ডারে দিন রাত পাহারা দেন এই Army শব্দের পূর্ণ অর্থ হলো Alert Regular Mobility Young। মানে এমন এক যুবক বাহিনী যারা শত্রুদের গতিবিধির উপর নজরদারি চালায় প্রতিনিয়ত।

জানেন কি? ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কোন নদীর নামে নামকরণ করা হয়েছে জানেন? জানলে অবাক হবেন 

ব্রহ্মোস মিসাইল হলো বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলির মধ্যে একটি। এমনকি এই মিসাইল একবিংশ শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র গুলির মধ্যে গণ্য করা হয়। শুধু তাই নয় অত্যাধুনিক এই ব্রহ্মোস মিসাইল সাবমেরিন, যুদ্ধজাহাজ, বিমান এবং স্থলভাগ থেকেও নিক্ষেপ করা যায় শত্রুপক্ষের দিকে। কিন্তু আপনি কি জানেন কোন নদীর নামে নামকরণ করা হয়েছে এই ব্রহ্মোস মিসাইলের?

প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন

আপনার জন্য
WhatsApp Logo