বর্তমানে সোনা কেনা তো দূরের কথা সোনার নাম শুনলেই যেন শীতকালে গরম ছ্যাকা লাগে। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত তো দূরের কথা বর্তমানে সোনা কিনতে হিমশিম খাচ্ছেন বড়লোকরাও। তবে আমাদের ভারতীয়দের একটি রীতি রেওয়াজ রয়েছে আর তা হলো বিয়ের সময় সোনা কেনা। কারণ সোনা-দানা দিয়ে যে ভরিয়ে দিতে হবে কনেকে। কিন্তু আপনি কি জানেন আজ থেকে ৬৩ বছর আগে সোনার দাম কেমন ছিল? কেমন ছিল রুপোর দাম? ৩৬ বছর আগের সোনার দামের বিল দেখলে আপনি আঁতকে উঠছেন।
সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল (viral) হয়েছে ৬৩ বছর আগের অর্থাৎ ১৯৫৯ সালের সেই সোনা ও রুপোর বিলটি। যেই বিলে দেখা যাচ্ছে, তখনকার দিনে ১ কিলো রুপোর দাম ছিল ৮০ হাজার টাকা। তবে ১০ গ্ৰাম সোনার দাম কতো ছিল তা শুনলে আপনি চমকে উঠবেন।
৬৩ বছরের পুরনো সেই বিলটিকে লেখা আছে ১০ গ্ৰাম সোনার দাম ছিল মাত্র ১৯ টাকা। আর ১০ গ্ৰাম রুপো মিলতো তখনকার দিনে মাত্র ১০-১২ টাকায়। ভাইরাল বিলটির মোট টাকার পরিমাণ হচ্ছে ৯০৯ টাকা। সেখানে দুটি সোনার গহনা রয়েছে যার দাম ৬২১ টাকা এবং ২৫১ টাকা। শুধু তাই নয় বিলটিতে রুপোর দাম লেখা রয়েছে মাত্র ৯ থেকে ১২ টাকা।
জানা যাচ্ছে, বিলটি তৈরি করা হয়েছে সম্পুর্ন হাতে কলমে (তখনকার দিনে)।