ব্যবসার দুনিয়ায় সারা বিশ্বের পুরুষ কর্তাদের জোর টক্কর দিচ্ছেন এই ভারতীয় নারীরা

একটা সময় ছিল যখন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের কোন গুরুত্ব ছিল না। তারা ছিল কেবলমাত্র পুরুষদের খেলার পুতুল। পুরুষরা কেবল টাকা উপার্জন করে আনত আর নারীদের কাজ ছিল ঘরে বসে খুন্তি-কড়াই নাড়ানো। কিন্তু বর্তমানে সময় পাল্টেছে, পাল্টেছে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ। তাই নারীরাও এখন ব্যবসা-বাণিজ্য করে টাকা উপার্জন করছে পুরুষদের থেকেও দ্বিগুন। তাই যেনে নিন ভারতের এমন ৫ মহিলার ব্যপারে যারা ব্যবসার দুনিয়ায় সারা বিশ্বের পুরুষ কর্তাদের জোর কদমে টক্কর দিচ্ছেন।

 

১) নমিতা থাপর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যাকে দেখা গিয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায়। নমিতা হচ্ছেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি ফোর্বস এশিয়া ম্যাগাজিনে সবচেয়ে সফল মহিলা ব্যবসায়ীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

২) সোমা মন্ডল

ফোর্বস এশিয়া ম্যাগাজিনের তথ্য অনুযায়ি, সোমা সারা বিশ্বে সফল মহিলা ব্যবসায়ীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। সোমা স্টিল অথোরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন।

৩) গজল আলাগ

সারা বিশ্বের মধ্যে সফল ভারতীয় মহিলা হিসেবে প্রথম স্থানে রয়েছে গজল আলাগের নাম। জানা গেছে গজল হোনাসা কনসিউমার’-এর সহ-প্রতিষ্ঠাতা। এছাড়াও তার ‘মামা আর্থ’ নামে একটি জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। বর্তমানে গজলের রয়েছে ১.২ বিলিয়ন ডলারের সম্পতি।

৪) দিব্যা গোকুলনাথ

ফোর্বস এশিয়া ম্যাগাজিনের তথ্য সুত্র অনুসারে, দিব্যা গোকুলনাথ হচ্ছেন দুনিয়ার সবচেয়ে সফল মহিলা ব্যবসায়ীদের মধ্যে একজন। তার সম্পত্তি পরিমাণ এই মুহূর্তে ঠিক কতো তা তথ্য নেই।

৫) অঙ্কিতি বোস

অঙ্কিতির রয়েছে ১ বিলিয়ন ডলারের স্টার্ট আপ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে তাঁকে ‘Self Made Woman 2020’র খেতাব দেওয়া হয়েছিল। এছাড়াও অঙ্কিতি হচ্ছে হলেন জিলিঙ্গোর CEO.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment