সময় কাটাতে আমরা সবাই ফেসবুক ব্যাবহার করি। পাশাপাশি এই ফেসবুক শুধু আমাদের দেশে নয় বরং পুরো দুনিয়াতে এর রয়েছে বিলিয়ন বিলিয়ন ব্যবহারকারী। আর এই ফেসবুকের মালিক হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মার্ক জুকারবার্গ। তবে অনেকে তাকে মার্ক জুকারবার্গের বদলে জুকু বলেও ডেকে থাকেন। কিন্তু আপনি কি জানেন কেন মার্ক জুকারবার্গ ফেসবুকের রঙ্গ নীল রেখেছেন? কেন অন্য কোন রঙের ফেসবুকের রঙ রাখেননি তিনি? জানলে অবাক হবেন।
ফেসবুকের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে। তবে সেই সময় মার্ক জুকারবার্গ নন বরং ফেসবুকের মালিকানা ছিলেন মার্ক জুকারবার্গেরই কলেজ সহপাঠি দুই বন্ধু। তারাই প্রথম আবিষ্কার করেছিলেন জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে পরবর্তীতে মার্ক জুকারবার্গ তাদের মোটা অর্থ দিয়ে কিনে নেন প্রতিষ্ঠানটি।
যেনে নিন কেন ফেসবুকের রঙ নীলঃ
দ্যা নিউইয়র্ক পোষ্টের প্রতিবেদন অনুযায়ী আসলে মার্ক জুকারবার্গের চোখে রঙের সমস্যা রয়েছে যেটাকে ইংরেজিতে বলা কালার ব্লাইন্ড (Colour blind) অর্থাৎ মার্ক জুকারবার্গ নীল রঙ ছাড়া বাকি রঙ গুলো খুব ভালো দেখতে পান না। এই কারণে ফেসবুকে রঙ নীল রাখা হয়েছে। জানিয়ে দেই এই তথ্য ফেসবুক অ্যাপেও উল্লেখ করা আছে যে কেন ফেসবুকের রঙ নীল।