Thursday, December 7, 2023

কোন দেশে মোবাইল ইন্টারনেট স্পিড সবচেয়ে বেশি? লিস্টে ভারতের স্থান কোথায়, জেনে আবাক হবেন

বর্তমানে আমরা সবাই মোবাইল ইন্টারনেট ব্যবহার করি। অন্যদিকে এই ইন্টারনেট ছাড়া দুনিয়া অচল বলাই চলে। তবে এক মুহুর্তের জন্য এই ইন্টারনেট স্লো হয়ে গেলে মাথা গরম হতে বসে অনেকের। কিন্তু আপনি কি জানেন দুনিয়ার কোন দেশে সবচেয়ে দ্রুতগামী ইন্টার রয়েছে? আর সেই লিস্টে ভারতের স্থান কতো?

একটি রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি নেটওয়ার্ক ইন্টেলিজেন্স কোম্পানি ওকলা নভেম্বর মাসে বিভিন্ন দেশের ইন্টারনেট স্পিড র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এবং সেই লিস্টে রয়েছে ভারত সহ ৪ টি দেশের নাম। তাহলে দেখে নিন কোন কোন দেশে মোবাইল ইন্টারনেট স্পিড সবথেকে বেশি এবং সেই লিস্টে ভারতের স্থান কততম।

Internet speed

 

১) আরব আমিরাত– মোবাইল ইন্টারনেটের স্পিডের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত শীর্ষ স্থানে রয়েছে। এবং সেই সাথে শীর্ষ ৫ নম্বর স্থান দখল করে আছে কাতার, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া এবং কুয়েত।

২) ডেনমার্ক– তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তবে ডেনমার্কের পাশাপাশি ৬ থেকে ১০ নম্বর স্থানে রয়েছে নরওয়ে, বাহরাইন, চীন এবং সৌদি আরব। এইসব দেশে মোবাইল ইন্টারনেট স্পিড 175 MbpS এর বেশি।

৩) সুইডেন– তালিকার তৃতীয় স্থান দখল করে আছে সুইডেন, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর। এসব দেশে ইন্টারনেট স্পিডের সর্বোচ্চ গতি 176.37 Mbps।

৪) আমেরিকা– ইন্টারনেট স্পিডের দিক থেকে পিছিয়ে আছে আমেরিকা। দেশটি নেই ১৫ তম দেশের মধ্যেও।

৫) ভারত– শীর্ষ মোবাইল ইন্টারনেট স্পিডের দিক থেকে ভারত ৪০ নম্বর থেকে পিছিয়ে ৭১ তম স্থানে জায়গায় করে নিয়েছেন। কারণ ভারতের মোবাইল ইন্টারনেট স্পিড হলো সর্বোচ্চ ধীর গতির ইন্টারনেট। এতে উন্নতির প্রয়োজন আছে। যদিও দুনিয়াতে আরও এমন অনেক দেশ রয়েছে যেসব দেশে ভারতেও চেয়েও স্লো ইন্টারনেট রয়েছে।

আপনার জন্য
WhatsApp Logo