Friday, December 8, 2023

ক্ষমা চাওয়ার সময় এই ৬টি ভুল কখনোই করবেন না, নয়তো আরো বিগড়ে যেতে পারে সম্পর্ক

#লাইফস্টাইল ডেস্কঃ “sorry” শব্দটি শুনতে অত্যন্ত ছোট মনে হলেও এর মাহাত্ম্য রয়েছে অনেক। আপনার দ্বারা কেউ যদি কখনও আঘাতপ্রাপ্ত হন তাকে অবশ্যই আপনার Sorry বা দুঃখিত বলা উচিত। একটি sorry বা দুঃখিত শব্দ ক্ষমা করে দিতে পারে আপনার করা ভুল গুলো থেকে।

আমরা প্রায়শই নিজেদের ভুলের জন্য প্রিয়জনের থেকে sorry বলে ক্ষমা চেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন sorry বলে কারো কাছ থেকে ক্ষমা চাওয়ার’ও কিছু নিয়ম রয়েছে। তাই soory বা ক্ষমা চাওয়ার সময় এ ভুল গুলি কখনোই করবেন না। নয়তো হিতে বিপরীত হতে পারে।

১) প্রয়োজনের চেয়ে বেশি ক্ষমা– ভুল করলে ক্ষমা চাইতে লজ্জা নেই। কিন্তু যদি আপনি ক্ষমা চেয়ে সেই ভুলের কথা বার বার সঙ্গীর কাছে বলতে থাকেন এতে তার মনে হতে পারে আপনি তাকে শান্তনা দেবার জন্য তার কাছে ক্ষমা চেয়েছেন।

২)‌‌ কিন্তু শব্দের ব্যবহার– ক্ষমা চাওয়ার সময় sorry সাথে ‘কিন্তু’ শব্দ কখনোই বলবেন না। এতে আপনি sorry নয় বরং নিজের দোষ জোরজবস্তি চাপা দেওয়ার চেষ্টা করছেন।

৩) চিৎকার করে ক্ষমা চাওয়া– ক্ষমা চাইলে নীরব নীতি ভাবে ক্ষমা চাওয়া উচিত কারো কাছে। চিৎকার করে কাউকে Sorry বলা এটা ক্ষমা চাওয়া নয়।

৪) খারাপ আচরণ– কেউ আপনার থেকে ক্ষমা চাইলে তার সাথে ভালো আচরণ করুন। আপনি এমন কিছু করবেন না যাতে আপনার আচরণ তার মনে কষ্ট দেয়।

৫) একই ভুল বারবার– একই ভুল বারংবার করে কাউকে sorry বলা অর্থহীন। এর থেকে ভালো নিজেকে নিজে আগে শুধরে নিন।

৬) কাউকে জোর করা– কেউ আপনাকে ক্ষমা না করতে চাইলে তাকে জোর করবেন না। দেখবেন একটি সময় পরে তিনি নিজেই আপনাকে ক্ষমা করে দেবেন।

#আরো পড়ুনঃ পুরুষদের এই স্বভাব-চরিত্র গুলো একদমই পছন্দ নয় নারীদের, আপনার মধ্যেও আছে নাকি এ গুলি? জেনে নিন

আপনার জন্য
WhatsApp Logo