Friday, December 1, 2023

স্বপ্নে এ ৬টি জিনিস কখনোই দেখা উচিত নয়, নয়তো জীবনে নেমে আসবে বিপর্যয়, হারাতে হতে পারে প্রিয়জনকে

#লাইফস্টাইল ডেস্কঃ স্বপ্ন মানুষের জীবনের একটি অংশ। পৃথিবীর প্রত্যেক মানুষ রাতে ঘুমানোর পর স্বপ্ন দেখে থাকেন। স্বপ্নের উপরে আমাদের কারোরই কোন নিয়ন্ত্রণ নেই। এমতাবস্থায় কিছু মানুষ খুব ভালো স্বপ্ন দেখে থাকেন। যা তাদের নিয়ে যায় জীবনের উঁচু পর্যায়ে। আবার কিছু মানুষ দেখে থাকেন খুবই খারাপ স্বপ্ন! যা তাদের জীবনে ডেকে আনতে পারে বিপর্যয়। এমনকি এ ধরনের স্বপ্নের কারণে প্রিয়জনের মৃত্যুর সংবাদও পেতে পারেন তাঁরা।

এই ৬টি স্বপ্ন জীবনে ডেকে আনতে পারে বিপর্যয়

১) নদী বা সমুদ্র– শাস্ত্র মতে, যারা ঘুমের ঘরে নদী কিংবা বিশাল সমুদ্র দেখতে পান, এ ধরনের স্বপ্ন দেখা মোটেও ভালো নয়। স্বপ্নে নদী বা বিশাল সমুদ্র দেখা মানে তার জীবনে একাকীত্ব নেবে আসবে খুব শীঘ্রই।

২) স্বপ্নে খাবার খাওয়া– শাস্ত্র বলেন, এমন অনেক মানুষ আছে যারা কিনা স্বপ্নের ভিতরে খাবার খেয়ে থাকেন। এই স্বপ্ন তাদের অনাহারে মৃত্যুর সংবাদ দেয়।

৩) লোক ঠকানো– বাস্তব জীবনে যারা লোক ঠকিয়ে বেড়ায় তারা যদি স্বপ্নেও লোক ঠকানোর স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে তার পতন খুব কাছেই আছে।

৪) কারো মৃত্যু– শাস্ত্র মতে, স্বপ্নে কারো মৃত্যু দেখা মোটেও শুভ নয়। তাহলে বাস্তব জীবনেও সে কারো মৃত্যু দেখতে পারেন। হতে পারে তার প্রিয়জনের মৃত্যু।

৫) উন্নতির স্বপ্ন– এমন অনেক মানুষ আছেন যারা বড়লোক কিংবা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন রাতের বেলায়। তাই স্বপ্ন শাস্ত্র বলছে, কেউ যদি জীবন উন্নতি সম্পর্কিত স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই স্বপ্ন বাস্তবে কখনোই পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে।

৬) স্বপ্নে সাপ দেখা– শাস্ত্র বলছে, স্বপ্নে সাপ দেখা মোটেও শুভ লক্ষণ নয়। যদি আপনি স্বপ্নে কখনো সাপ দেখতে পান তাহলে মনসা পূজো করে মনসা মাকে সন্তুষ্ট করতে হবে আপনাকে।

#আরো পড়ুনঃ এই পাখিদের কৌশল অবলম্বন করলে বদলে যাবে ভাগ্য, সাফল্য এসে চুম্বন করবে পায়ে। চাণক্য নীতি

আপনার জন্য
WhatsApp Logo