Thursday, December 7, 2023

এই ৪টি জিনিস চাইলেও কখনো ধরে রাখা যাবে না, জীবন থেকে বেরিয়ে যাবেই, জানুন চাণক্যের অপ্রিয় সত্য বাণী

#চাণক্য নীতিঃ আচার্য চাণক্যc ছিলেন প্রাচীন ভারতের অন্যতম একজন বিখ্যাত পন্ডিত। তার জ্ঞানের ভাণ্ডার এতোটাই ছিল যে তিনি তার জ্ঞান দিয়ে অন্ধকারে বেঁচে থাকা মানুষের মধ্যে আলো জ্বালিয়েছেন। এ জন্য শত শত বছরের পুরনো চাণক্যের বলে যাওয়া কথা গুলো মানুষ এখনো অক্ষরে অক্ষরে পালন করেন। এমনকি তার বলে যাওয়া কথা গুলোও এখনো মিলে জীবনের প্রতিটা ক্ষেত্রে।

আচার্য চাণক্য মানুষের জীবন নিয়ে কিছু কথা বলেছেন। চাণক্য তার গ্রন্থতে লিখে গেছেন মানুষের জীবনে ৪টি জিনিস কখনোই স্থায়ী হয় না। এমনকি একজন মানুষ চাইলেও ধরে রাখতে পারবেন না সেগুলোকে। জীবন থেকে সেগুলো কখনো না কখনো বেরিয়ে যাবেই।

কোন ৪টি জিনিসের কথা বলছেন চাণক্য? জেনে নিন।

১) অর্থ– চাণক্য বলেছেন, একজন মানুষ ধনী হতে পারেন ঠিকই কিন্তু সেই ধন কোনও দীর্ঘস্থায়ী হবে না। জীবনের এমন অনেক মোড় আসবে যেখানে ভাগ্য তাকে পথের ভিখারি বানিয়ে দিতে চাইবে।

২) সৌন্দর্য– চাণক্য তার নীতি মালায় বলেছেন, আপনি যতোই সুন্দর হন না কেন। সেই সৌন্দর্য’তে দাগ কাটবে বয়েসের ছাপ। তাই সৌন্দর্য নিয়ে কখনো অহংকার নয়।

৩) বন্ধুত্ব– আচার্য চাণক্য বলেছেন, ভালো থেকে ভালো বন্ধুত্ব গুলিও একসময় শেষ হয়ে যায়। আপনি যদি জীবনে সাফল্য হন তাহলে খুব বেশি দেরি নেই একটি ভালো বন্ধুত্ব ঝরে যেতে।

৪) যৌবন– চাণক্যের মতে, যৌবন একদিন ছেড়ে চলে যাবে আপনাকে। তাই যৌবন থাকতে থাকতে এমন কাজ করুন যাতে মৃত্যুর পরেও আপনাকে মনে রাখে আপনার প্রজন্ম।

#আরো পড়ুনঃ এই পাখিদের কৌশল অবলম্বন করলে বদলে যাবে ভাগ্য, সাফল্য এসে চুম্বন করবে পায়ে। চাণক্য নীতি

আপনার জন্য
WhatsApp Logo